মোঃপিন্টু হোসেন, বদলগাছী প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলায় মৃতপ্রায় গাভীকে জবাই করে মাংস বিক্রি চেষ্টার অভিযোগ উঠেছে।
আজকে উপজেলার ভাতসাইল মোড়ে উক্ত ঘটনাটি ঘটে বলে জানা যায়।
এলাকাবাসী জানায়, ঐ গ্রামের মো. সাহিদ হোসেন গত কয়েকদিন আগে ১ লাখ ৩২ হাজার টাকায় একটি বিদেশি গাভী ক্রয় করে বাড়িতে নিয়ে আসে, গাভীটি অন্তঃসত্ত্বা ছিল। এমতাবস্থায় দিবাগত রাত থেকেই গাভীটি অসুস্থ হয়ে পড়ে। ঘটনা বেগতিক দেখে পাশ্ববর্তী গরু ব্যবসায়ী জুয়েল এসে সুস্থ করার অনেক চেষ্টা করে। কিন্তু গাভীটির শারিরীক অবস্থা আরো খারাপ দেখে জবাই করে মাংস ব্যবসায়ী কোলা ইউপির দোলন ও রিপনকে খবর দেয়। অসৎ উদ্দেশ্যে তারা ১৮ হাজার টাকায় গাভীর মাংস বিক্রি করার জন্য মোড়ে গাভীর চামড়া ছাড়ানোর সময় স্থানীয় সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে সুযোগ বুঝে পালিয়ে যায়। পরবর্তীতে এলাকার লোকজন ঐ অবস্থায় গাভীটিকে মাটিতে পুঁতে ফেলে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, গাভীটির প্রায় ৩ মন মাংস হতো। গরু জবাই করতে হলে ডাক্তারের ছাড়পত্র নিয়ে জবাই করতে হবে, যা এই ব্যবসায়ীরা করেন নি, নিশ্চয়ই তাদের উদ্দেশ্য খারাপ ছিল।
উক্ত ঘটনায় গাভীর মালিক সাহিদ বাড়িতে না থাকায় তার স্ত্রী জানান, আমরা গাভীটিকে মাটিতে পুঁতে ফেলেছি। টাকা পেয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, বিক্রির ১৮ হাজার টাকা পেয়েছি।
ভাতসাইল দেওয়ানপাড়া মসজিদের ইমাম মেহেদী হাসান বলেন, আমি শুনছি রাত থেকেই গাভীটির অবস্থা খারাপ ছিল, এলাকার গরু ব্যাবসায়ী জুয়েল এসে গরুর মাথায় পানি ঢালতে বলেন পানি ঢালার পর অবস্থা কিছুক্ষন ভালো থাকার পর পুনরায় অবস্থা খারাপ দেখলে জবাই করতে বলেন।।