মোঃ রওশন আলম,মান্দা,নওগাঁ -নওগাঁর মান্দায় তেলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন, উপজেলার ভালাইন ইউনিয়নের মনোহরপুর গ্রামের প্রসোনজিৎ ও দক্ষিণ লক্ষ্মিপুর গ্রামে সাগর হোসেন।
সোমবার (১ জানুয়ারি) দুপুরে উপজেলার ফেরিঘাট মোড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় সেকেন্দার আলী (৬০) নামের এক বৃদ্ধ আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি মহাদেবপুর উপজেলার দক্ষিণ লক্ষ্মিপুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে সাগর এর তেলের দোকানে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। দোকানের ভেতরে থাকা পেট্রোল ও অকটেনের কন্টেইনারে আগুন ধরে বিস্ফোরিত হয়। এসময় আগুন পাশের এক ভেটেরিনারি ঔষধের দোকানে ছড়িয়ে পড়ে।
এ প্রসঙ্গে মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোহাম্মদ নুরুন্নবী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। দ্রুতই ঘটনাস্থলে চলে আসায় আশপাশের ঘরে আগুন ছড়াতে পারেনি। বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হাতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।