বগুড়ার নন্দীগ্রামে চাল সংরক্ষণে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় আকবর অটোরাইস মিলের অর্থদন্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা অর্থদন্ডাদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।
মঙ্গলবার বিকেলে উপজেলার কুন্দারহাট রুপিহার এলাকার আকবর অটোরাইস মিলে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। প্রসিকিউটর হিসেবে সঙ্গে ছিলেন নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক মজিবর রহমান। অর্থদন্ডিত আকবর অটোরাইস মিলের সুপার ভাইজার আরিফুর রহমান (৩০) বগুড়া শহরের রাজা-বাজার এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
জানা গেছে, উপজেলার কয়েকটি অটোরাইস মিলে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত চাল মজুত ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। নিয়মিত তদারকি পরিদর্শন করা হচ্ছে। অটোরাইস মিলে চাল সংরক্ষণে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করার অভিযোগ রয়েছে। এরআগে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন লঙ্ঘন করায় গত ৩১ জানুয়ারি রণবাঘার মায়ামনি অটোরাইস মিলে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। প্রশাসনের নিয়মিত তদারকি এবং অভিযানের পরও অটোরাইস মিলে চাল সংরক্ষণে প্লাস্টিকের বস্তা ব্যবহার থেমে নেই।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার জানান, আকবর অটোরাইস মিলে অভিযানে গিয়ে চাল সংরক্ষণে শতাধিক প্লাস্টিকের বস্তা ব্যবহারের প্রমাণ মেলে। তাৎক্ষনিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। রাইস মিলে অতিরিক্ত চাল মজুত ঠেকাতে নিয়মিত তদারকি পরিদর্শনে গিয়ে কঠোর নির্দেশনা দেওয়া হচ্ছে। সরকারি আদেশ মোতাবেক ধান ও চাল বিক্রয় করতে হবে। এ অভিযান চলমান থাকবে।