বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে নাটোরে আয়োজিত সমাবেশে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ হামলায় বিএনপি নেতা ও রাজশাহী সিটি’র সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও নাটোর জেলা বিএনপি’র আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুসহ সাতজন আহত হয়েছেন বলে দাবি করেছেন দলটির নেতাকর্মীরা ।
বুধবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে নাটোর শহরের আলাইপুরে দলীয় কার্যালয়ের সামনে এই হামলার ঘটনা ঘটে। সমাবেশ লক্ষ্য করে ককটেল নিক্ষেপ ও গুলি ছোড়া হয় বলে অভিযোগ করেছেন জেলা বিএনপি’র সদস্য সচিব রহিম নেওয়াজ। আহতদের মধ্যে শহিদুল ইসলাম বাচ্চুসহ তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাটোর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান জানান, বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। তবে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।