কুড়িগ্রাম প্রতিনিধিঃ আসন্ন ৭ জানুয়ারি নির্বাচনী খেলায় নৌকা মার্কা জিতবে, আর সেই খেলায় সেরা খেলোয়ার হবে বাংলাদেশ ছাত্রলীগ। রবিবার (৩১ ডিসেম্বর)বিকেলে কুড়িগ্রাম-৪ আসনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী বিপ্লব হাসান পলাশের নির্বাচনী প্রচারণায় জেলার রৌমারী উপজেলার শাপলা চত্বরে নির্বাচনী সভায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি নির্বাচনে আন্দোলন সংগ্রামের ফাইনাল খেলায় শুধু জিতবেই না, সিরিজ জিতে ম্যান অফ দ্যা সিরিজও হবে বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ও নৌকার প্রার্থী বিপ্লব হাসান পলাশের কেন্দ্রীয় ছাত্রলীগে অবদানের কথাও তুলে ধরেন তিনি।
তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত আন্দোলনে ব্যর্থ হয়ে এখন কূটনীতিকদের দ্বারে দ্বারে ঘুরেও ব্যর্থ হয়েছে । আগামী সাত জানুয়ারি নির্বাচনে কোনো প্রকার বাধা দেওয়া চেষ্টা করলে এর উচিত শিক্ষা দিবে বাংলাদেশ ছাত্রলীগ ।
এ সময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-৪ আসনের নৌকার প্রার্থী বিপ্লব হাসান পলাশ, রৌমারী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল ইসলাম মিনু, সাধারণ সম্পাদক আবু হুরায়রা, বন্দবের ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, উপজেলা যুবলীগের সভাপতি মো হারুনর রশিদ , উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি,কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।