নিউজ ডেস্কঃ- নির্বাচনের গ্রহণযোগ্যতার ওপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ: ইসি আনিছুর । দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের গ্রহণযোগ্যতার ওপর দেশের ভবিষ্যত নিশ্চয়তা নির্ভর করছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান।
আজ রবিবার (৩১ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আনিছুর রহমান বলেন, ‘কোনো কারণে নির্বাচন সুষ্ঠু না হলে দেশের ব্যবসা-বাণিজ্যসহ সবকিছু থমকে যাওয়ার ঝুঁকি রয়েছে। শুধু আমাদের দৃষ্টিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করলে হবে না। আমাদের দিকে সমগ্র বিশ্ব তাকিয়ে আছে। এই নির্বাচন শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য না করতে পারলে আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত। বিশেষ করে আর্থিক, সামাজিক ও ব্যবসা-বাণিজ্য-সহ বাংলাদেশের সবকিছু থমকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।’
তিনি আরও বলেন, ‘সংসদ নির্বাচনকে অবাধ ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে গত ২৮ নভেম্বর থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে আছেন। প্রার্থীদের আচরণবিধি প্রতিপালনে তারা কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। এবারই প্রথম আসনভিত্তিক সার্বক্ষণিক জুডিশিয়াল অফিসার দিয়ে ৩০০টি নির্বাচনি অনুসন্ধান কমিটি করা হয়েছে। তারা মাঠে খুব ভাল কাজ করছেন। আমরাও এক মাসের বেশি সময় পুরো মাঠ চষে বেড়িয়েছি। সিইসিসহ অন্যান্য কমিশনাররাও দেশের বিভিন্ন স্থানে গেছেন।’
ইসি আনিছুর জানান, আমরা লক্ষ্য করেছি আচরণবিধি প্রতিপালনে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। একই সঙ্গে যেই অভিযোগগুলো তাদের কাছে এসেছে, তারা যেটা সমাধান করতে পারেনি রিটার্নিং বা সহকারী রিটার্নিং অফিসার সেগুলো নির্বাচনি অনুসন্ধান কমিটিকে দিয়েছে। তারা কারও কারও হাজিরা চেয়েছে। কাউকে শোকজ করেছে, লিখিত ব্যাখ্যা চেয়েছে। এইভাবে তারা নিষ্পত্তি করেছে। কিছু আমাদের কাছেও এসেছে। আমরা সেগুলোর ব্যাপারে ব্যবস্থা নিয়েছি।’
এই অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী, ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ ইসির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।