শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বৃহস্পতিবার, ৪ জানুয়ারি ২০২৪ বিকেলে শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ করেন শাজাহানপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, এসময় তারা দোকানে দোকানে এবং রাস্তায় চলমান যানবাহন, বাজারে আসা জনগণ ও পথচারীদের মাঝে ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাক পৌঁছে দেন।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও শাজাহানপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, আবু শাহীন সানি, সহ সভাপতি মোশাররফ হোসেন, ১নং যুগ্ম-সম্পাদক আব্দুল হাই সিদ্দিকি রণি,যুগ্ম সাধারণ সম্পাদক আড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাদশা আলম, সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শহীদ, শফিকুল ইসলাম, রুহুল আমিন রঞ্জু, কোষাধাক্ষ রফিকুল ইসলাম সহ বিএনপি নেতা, মনসুর, আবুল কালাম, রেজাউল, হান্নান, মাসুদ, আমিনুর, বুদ্ধি, ফারুক, যুব দলের সিনিয়র যুগ্ম- আহ্বায়ক জিল্লুর রহমান, যুগ্ম- আহ্বায়ক সোহেল, সাজু, স্বেচ্ছাসেক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোমিন, ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটন, থানা মৎস্যজীবী দলের সভাপতি ইবনে সউদ, থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শহিদুল, থানা শ্রমিক দলের সহ-সভাপতি আব্দুস সোবাহানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।