দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:পাঁচবিবিতে ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম সভা-২৪ আজ বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত প্রথম সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা।
গত মঙ্গলবার দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শপথ গ্রহণ শেষে আজ এ প্রথম সভার মাধ্যমে তাদের দায়িত্বভার হস্তান্তর করেন সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্না, সাবেক ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল ও মহিলা ভাইস চেয়ারম্যান রাজিনারা টুনি। দায়িত্বভার গ্রহণ করেন, নবনির্বাচিত পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা, পুরুষ ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন তালুকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রেবেকা সুলতানা।
এরপর তাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান, উপজেলা প্রাণিসম্পদ উন্নয়ন কর্মকর্তা নিয়ায কাযমীর রহমান,সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন,মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান,উপজেলা শিক্ষা অফিসার আজিজুল হকসহ উপজেলার ৮টি ইউনিয়নের চেয়ারম্যানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।