দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ ভারতের দক্ষিন দিনাজপুর হিলি সীমান্ত হয়ে বাংলাদেশে প্রবেশ করে ছোট যমুনা নদী। শাখা যমুনা নদীটি জয়পুরহাটের পাঁচবিবি শহরের পশ্চিম পাশ ছোটমানিকের উপর দিয়ে প্রবাহিত হয়ে আসছে। মানুষ ও যানবাহন পারাপারের জন্য দীর্ঘদিন আগে স্থানীয় প্রকৌশল অধিদপ্তর নদীটির উপর একটি ব্রীজ নির্মাণ করেছিল। অনেক দিন আগে নির্মাণের কারনে ব্রীজটি জনসাধারনের ব্যবহারে ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হয়ে যায়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ঝুঁকিপূর্ন ব্রীজটি ভেঙ্গে ফেলেন এবং চলতি বছরের জানুয়ারি মাসে প্রায় ৯০.০৬ মিটার দৈর্ঘ্য সাড়ে ৮’কোটি টাকার অধিক ব্যয়ে নতুন করে ব্রীজ নির্মাণ শুরু করেন। সাময়িকভাবে যাত্রী পরিবহনের হালকা ভ্যান-রিক্সা, মটরসাইকেল ও সাধারন মানুষ পারাপারের জন্য বাঁশ-কাঠ দিয়ে একটি সাঁকো তৈরী করেন ঠিকাদারী প্রতিষ্ঠান। কয়েক দিনের একটানা বৃষ্টির পানিতে নদী ভরে গেছে। এছাড়া উজান থেকে প্রবল বেগে ধেয়ে আসছে স্রোতের পানি ও পানির সাথে আসছে কচুরি-পানা বিভিন্ন গাছ সহ বিভিন্ন আর্বজনা। প্রবল স্রোত সাঁকোর বাঁশের খুটির গোড়ার মাটি সরে গিয়েছে এবং আর্বজনায় ধাক্কায় সাঁকো বাঁকা হয়েছে। একাধিক পথচারী, রিক্সা-ভ্যানের চালক ও যাত্রীরা বলেন, সাঁকোটি দ্রুত সংস্কার করা না হলে যে কোন সময় বড় ধরনের বিপদ ঘটতে পারে। ঠিকাদারের পক্ষথেকে বেশ কয়েকজন শ্রমিক সাঁকোয় আটকে থাকা কচুরি-পানা ও আর্বজনা অপসারণ করছেন। উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানা বলেন, কিছুদিন আগেও এমন হয়েছিল তবে এবার পানির স্রোত ও আর্বজনার পরিমান বেশী।
সাঁকোটি ক্ষতিগ্রস্থ হয়ে যাতে জনসাধারনের চলাচলের সমস্যা না হয় এজন্য প্রকৌশল বিভাগকে যথাযথ পদক্ষেপ নিতে বলেছি বলেনও জানান তিনি।