দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে নারী অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সুশাসন শক্তিশালী করনে তরুণ সমাজ (যুক্ত) প্রকল্পের আওতায় স্থানীয় কর্তৃপক্ষের সাথে উপজেলা নাগরিক সংগঠনের ত্রৈ-মাসিক গণতান্ত্রিক সংলাপ-২৪ আজ ২১ শে মার্চ বৃহস্পতিবার বেলা ১১টায় বিআরডিবি হল রুমে অনুষ্ঠিত হয়।
ডাসকো ফাউন্ডেশন যুক্ত প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত এ সংলাপে সভাপতিত্ব করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আশরাফুল আলম। ফিল্ড ফ্যাসিলিটেটর পলাশ চন্দ্রের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি মোঃ আবু রায়হান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,ডাসকো ফাউন্ডেশন যুক্ত প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর ভানু রানী। সহযোগিতায় ছিলেন ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ রবিউল ইসলাম ও রোকসানা খাতুন। বক্তারা নারীর ক্ষমতায়ন,সি এসও নিবন্ধন,সামাজিক সুবিধা পাইয়ে দিতে সহায়তা প্রদান,আয়বর্ধনমূলক ও দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ ও ট্রেড ভিত্তিক প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন।এ সংলাপে উপজেলা নাগরিক সমাজের প্রায় ২৫ জন সিএসও সদস্য উপস্থিত ছিলেন।