দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: মাদককে না বলুন, বাল্য বিবাহ ইভটিজিং মুক্ত সমাজ গড়ুন,এই প্রতিপাদ্যে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার বিকেলে রামভদ্রপুর ফুটবল একাডেমীর আয়োজনে সীমান্ত ঘেঁষা রামভদ্রপুর হাইস্কুল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ও শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আব্দুস সবুর,উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা,পৌর মেয়র ও হাবিবুর রহমান হাবিব প্রমুখ। খেলায় জেলা প্রশাসক ফুটবল একাদশ বনাম রামভদ্রপুর ফুটবল একাডেমি ১-১ গোলে ড্র করে। শুরুতে অতিথিদের বরণ করে নিতে আদিবাসীদের নিজস্ব সংস্কৃতি ও নিত্য পরিবেশন করে আদিবাসি শিল্পীবৃন্দরা।