দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করার জন্য ব্যবসায়ীদের নিকট থেকে আর্থিক সহযোগিতা তুলে তা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট প্রদান করলেন বণিক সমিতি।
জানা যায়, আজ বৃহস্পতিবার দুপুরে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদানের লক্ষ্যে পাঁচবিবি বণিক সমিতির নির্বাহী সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানার হাতে ২ লক্ষ ৩ হাজার টাকা ব্যাংকে জমার রশিদ তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, বণিক সমিতির সভাপতি তাইজুল ইসলাম, সহ-সভাপতি আহসান হাবিব এসপি, সহ-সম্পাদক মামুন দেওয়ান ও সানোয়ার হোসেন,সহ-দপ্তর সম্পাদক বেলাল হোসেন, সমাজসেবা সম্পাদক রাফিউল ইসলাম রুবেল, সহ বিভিন্ন ওয়ার্ডের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, পাঁচবিবি থানার অফিসার্স ইনচার্জ ফয়সাল বিন আহসান ও এনবি অটো রাইচ মিলের স্বত্ত্বাধিকারী ও বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল ইসলাম বাবু প্রমুখ।