দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: বন্যার্তদের জন্য উত্তোলণকৃত অর্থ পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানার নিকট জমা দেন সাধারন শিক্ষার্থীরা। গত ১লা সেপ্টেম্বর রবিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীরা এসব অর্থ তুলে দেন ইউএনও মহোদয়ের হাতে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোঃ বেলায়েত হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল বিন আহসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান, মৎস্য অফিসার মাহমুদা খাতুন, মহিলাবিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান,
পাঁচবিবি লাল বিহারী সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আতাউর রহমান, ধরঞ্জীর ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী, বাগজানা ইউপি চেয়ারম্যান মোঃ নাজমুল হক, আটাপুর ইউপি চেয়ারম্যান আবু চৌধুরী, বালিঘাটার ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব সহ বন্যার্তদের পাশে দাঁড়ানো শিক্ষার্থীরা। গত কয়েকদিন যাবৎ পাঁচবিবির সাধারন শিক্ষার্থী ও শিফাত ফটোগ্রাফির একদল কর্মি উপজেলার বিভিন্ন এলাকা ঘুড়ে ঘুড়ে বন্যার্তদের নিমিত্তে প্রায় দেড় লক্ষ টাকা উত্তোলণ করেন। পরে সোনালী ব্যাংক পাঁচবিবি শাখার মাধ্যমে অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে বন্যার্তদের সহায়তার উদ্দেশে জমা দেওয়া হয়।