পাবনা প্রতিনিধি –পাবনার আটঘরিয়া উপজেলার হায়দারপুর গ্রামে একই রাতে চারজন কৃষকের গোয়াল ঘরের বেড়া ও তালা ভেঙ্গে ১৫ টি গরু চুরি সংঘটিত হয়েছে।
ঘটনাটি ঘটেছে ৭ মে দিবাগত রাতের কোন এক সময়ে। বিষয়টি নিশ্চিত করেছেন একদন্ত ইউনিয়নের ২ নং ওয়াডের ইউপি সদস্য শহিদুল ইসলাম।
কৃষকরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় গোয়াল ঘরে গরু রেখে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দেখি আমাদের গোয়াল ঘরের গরু চুরি হয়েছে।
কৃষকরা হলেন একদন্ত ইউনিয়নের হায়দার পুর গ্রামের রমজান আলী মৃর্ধার ৫ টি গরু, আমজাদ হোসেন রাজু’র ৬ টি গরু, আব্দুল আজিজের ২ টি গরু এবং আব্দুল হাই টুনু শেখের ২ টি গরু চুরি হয়েছে।
কৃষক রমজান জানান, সংঘবদ্ধ চোরের দল একরাতে আমাদের গ্রামের ৪ জন কৃষকের ১৫ টি হরু চুরি করে নিয়ে যায়। গরু গুলোর আনুমানিক মুল্য ২৫ লক্ষাধিক টাকা হবে। উল্লেখ্য গত নভেম্বর মাসে বেলদহ জাপান বাড়ী হাদিম মাস্টারের বাড়ি থেকে ১০ টি গরু চুরি হয়েছে।