পাবনা প্রতিনিধিঃ- পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে দুই শিক্ষার্থী হত্যা মামলার এজহার নামীয় পলাতক আসামি নাছির ওরফে নাফিরকে (৩৫) আগ্নেয়াস্ত্র ও গুলিসহ রাজধানী ঢাকার মগবাজার এলাকা থেকে গ্রেফতার করেছেন র্যাব।
গ্রেফতার আসামি নাছির পাবনা জেলা সদরের ভাড়ারা ইউনিয়নের নলদহ গ্রামের মো. মুক্তার ভান্ডারীর ছেলে।
সোমবার (২ সেপ্টেম্বর) র্যাব-১২ ও র্যাব-৩ এর যৌথ অভিযানে ঢাকা কোম্পানি কমান্ডার লে. কমান্ডার তানভীর আহম্মেদ ইমন ও স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
ঢাকা মহানগরের লালাবাগ থানাধীন হাজারীবাগ এলাকার অভিযান পরিচালনা করে ভিডিও ফুটেজে শনাক্তকৃত কিলিং মিশনে সরাসরি জড়িত মামলার অন্যতম পলাতক আসামিকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে পাবনা র্যাব-১২ এর কার্যালয়ে কোম্পানি কমান্ডার মো. এহতেশামুল খান সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযান ও আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
অভিযানে সময় আসামির নিকট থেকে একটি রিভলবার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি উক্ত ঘটনায় জড়িত থাকার বিষয় শিকার করে অন্যান্য আসামিদের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন বলে জানা গেছে।
গ্রেফতার আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান র্যাব।