1. dailybogratimes@gmail.com : dailybogratimes. :
পাবনা জেনারেল হাসপাতালের ইসিজি মেশিন ছিনতাই, মূলহোতা আটক » Daily Bogra Times
Logo শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০২:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
নাটোরে এসিল্যান্ডের অপসারণের দাবিতে অফিস ঘেরাও রাষ্ট্র পরিচালনা এনজিও পরিচালনা নয় : ভিপি নুর প্রকাশ পেলো ২০২৫ সালের এসএসসি পরীক্ষার সূচি আ’লীগ ক্ষমতায় থেকে শুধু লুটপাটের রাজত্ব কায়েম করেছে : মাহমুদুর রহমান মান্না ধামইরহাটে সংবাদ কর্মীদের সঙ্গে ওয়ার্ল্ড ভিশনের জেন্ডার ভিত্তি সহিংসতা প্রতিরোধ বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত পাবনা ভাঙ্গুড়ায় রাস্তা নির্মাণে অনিয়ম,খোয়া বহনকারী ট্রাক ভাঙচুর মহাদেবপুরে পুকুর থেকে অর্ধগলিত লাশ উদ্ধার ধামইরহাটে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত  জয়পুরহাটে কৃষক সমাবেশ ও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হাকিমপুর নারী উদ্যোক্তা সদস্যর সাথী ফ্যাশান শুভ উদ্বোধন  বাংলাদেশ বিরোধী ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন সুন্দরগঞ্জে মরহুম এমপি আব্দুল আজিজ স্বরনে ফলক উন্মোচন ও স্বরনসভা অনুষ্ঠিত পল্লী স্বাস্থ্য উন্নয়ন সংস্থার শীতবস্ত্র পেয়ে খুশি দুই শতাধিক অসহায় শিশু রাণীনগরে প্রণোদনার ১৬০কেজি বীজ জব্দ জরিমানা মান্দায় ৫৫০ টাকা কেজিতে গোমাংস বিক্রয়ের শুভ উদ্বোধন করলেন ইউএনও 

পাবনা জেনারেল হাসপাতালের ইসিজি মেশিন ছিনতাই, মূলহোতা আটক

মাসুদ রানা,-
  • সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
পাবনা জেনারেল হাসপাতালের ইসিজি মেশিন ছিনতাই, মূলহোতা আটক
print news

পাবনা প্রতিনিধিঃ- পাবনা জেনারেল হাসপাতালের ইসিজি মেশিনের যন্ত্রাংশ খুলে নেওয়া ও টেক নিশিয়ানদের হত্যার হুমকি দেওয়া দালালচক্রের মূলহোতা সাদ্দামকে আটক করেছে সেনবাহিনী ও পুলিশের একটি যৌথ টিম।

সোমবার (১১ নভেম্বর) দুপুরে হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছে গাঁজা ও হেরোইন পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।

ওসি জানান, দালাল সাদ্দামের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ রয়েছে। জোর করে হাসপাতালে ঢুকে কখনো ইসিজি মেশিন ছিনিয়ে নেওয়া আবার কখনো যন্ত্রাংশ খুলে নেওয়া, রোগীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়সহ নানান অপরাধের সঙ্গে সম্পৃক্ততা ছিল তার। 

এগুলোতে যারা সহযোগিতা করতে অপারগতা প্রকাশ বা প্রতিবাদ জানিয়েছেন তাদের নানাভাবে হত্যার হুমকি দিয়েছেন। পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম তাকে আটক করে। 

এরপর তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। খুব শিগগির তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে।

এ বিষয়ে পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক রফিকুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সাদ্দামকে আটকের বিষয়টি জানিয়েছে। 

এতে টেকনিশিয়ান ও কর্মকর্তা হাসপাতাল সংশ্লিষ্টরা সাময়িকভাবে স্বস্তি প্রকাশ করলেও তাদের দাবি, হাসপাতালে একটি স্থায়ী পুলিশ ক্যাম্প করে সার্বক্ষণিক আইনি সহায়তা নিশ্চিত করা। এতে হাসপাতাল থেকে দালাল নির্মূল করা সহজ হবে।

এর আগে শনিবার (৯ নভেম্বর) ‘যন্ত্রাংশ খুলে নিয়ে গেছে দালাল চক্র, ৩ দিন ধরে বন্ধ ইসিজি সেবা।

হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালটিতে আগে ২৪ ঘণ্টা ইসিজি সেবা ছিল না। ফলে ইসিজির নামে সাদ্দামসহ দালালরা রোগী ও তার স্বজনদের জিম্মি করে ৫০০-৭০০ টাকা আবার কখনো ১৫০০ টাকা করেও বাগিয়ে নিতেন। 

কিন্তু বছরখানেক ধরে দিনরাত ২৪ ঘণ্টা মাত্র ৮০ টাকায় এ সেবা হাসপাতাল থেকে দেওয়া হচ্ছে। এতে তাদের বাণিজ্য বন্ধ হওয়ায় দফায় দফায় ইসিজি কক্ষ-২ থেকে ইসিজি মেশিন ছিনিয়ে নেন। 

পরে ওই মেশিন দিয়ে তারা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে রোগীদের পরীক্ষা করিয়ে ৫০০-৭০০ টাকা পর্যন্ত আদায় করতেন।

এ কাজে বাধা দিলে বা আপত্তি জানালে দালাল চক্রের মূলহোতা সাদ্দাম প্রাণনাশের হুমকি দেন। ইসিজি রুমে চাকু নিয়ে ঢুকে আগে ভয়ভীতি দেখান এবং মেশিন নিয়ে যান। কখনো কখনো মেশিন না নিলেও পরীক্ষা বন্ধ করিয়ে রেখে নিজেদের বাণিজ্য পরিচালনা করেন। 

সবশেষ গত ৬ নভেম্বর রাত ১১টার দিকে আবার চাকু নিয়ে ইসিজি রুমে প্রবেশ করেন সাদ্দাম। তিনি ইসিজি মেশিনের লিডসহ বিভিন্ন যন্ত্রাংশ খুলে নিয়ে যান।

AH/ Daily Bogra Times

আরো খবর
dbt
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews