শুক্রবার (২২ মার্চ) সকাল ১১টা ৫০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম বলেন, অবশেষে রাজধানীর ডেমরা ভাঙ্গা প্রেস এলাকায় গোডাউনে লাগা আগুন পুরোপুরি নেভানো হয়েছে।
এর আগে ফায়ার সার্ভিসের উপপরিচালক (পরিকল্পনা) আখতারুজ্জামান ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ১৫ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের টিম এখানে হাজির হয়। দীর্ঘ ১২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আশা করছি আগামী এক ঘণ্টার মধ্যে আগুন পুরোপুরি নিভে যাবে।
তিনি জানান, পুরো ভবনটি ক্রীড়া সামগ্রী দ্বারা পরিপূর্ণ ছিল। ফলে আগুন নেভাতে আমাদের বেশ বেগ পেতে হয়েছে। আগুনের তীব্রতা কমার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে প্রবেশ করে পুড়ে যাওয়া মালামালগুলো বের করে। আরেকটি বিষয় হচ্ছে এখানে যথেষ্ট পরিমাণ পানির সোর্স ছিল না। প্রায় আধ কিলোমিটার দূর থেকে আমাদের পানি আনতে হচ্ছে।
আখতারুজ্জামান আরো বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে আমরা দেখতে পেয়েছি, এই ভবনে মাত্র একটি সিঁড়ি ছিল এবং অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা ছিল না। এখন কি কারণে আগুন লেগেছে তা তদন্ত করার মাধ্যমে বের করা হবে।