মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ ফুলবাড়ীতে বাংলাদেশ ছাত্রলীগের ৭৬ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। ১৯৪৮ সালের ০৪ জানুয়ারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া ঐতিহ্য বাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এই দিবসটি যথাযথ ভাবে উদযাপন উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল থেকে নানা আয়োজনের মধ্যে দিয়ে জাঁকজমকপূর্ণ ভাবে পালন করেন। সকালে ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগ দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুরু হয়েছে দিনটি।
উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমালের নেতৃত্বে সকাল ১২ টায় উপজেলার ছাত্রলীগের শতশত নেতাকর্মীরা উপজেলার কাচারী মাঠ বটতলা হতে একটি আনন্দ র্যালী বের করে। র্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে এসে সমাবেত হয়ে আলোচনা সভার পরে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করে।
আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল রাকিব (রাতুল) এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন, যুগ্ন সাধারণ সম্পাদক নুরুল হুদা দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুল, ফুলবাড়ী ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি তাহাদ হাসান তুষারসহ আরো অনেকে।