মোস্তাফিজার রহমান জাহাঙ্গীরকুড়িগ্রাম প্রতিনিধিঃ সোমবার ০১ জানুয়ারী বিকেলে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাচারী মাঠ শহীদ মিনার চত্তরে আগামী ৭ তারিখের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়পার্টি মনোনীত এবং বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ এর লাঙ্গল মার্কার নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান আলী বাদশার সভাপতিত্বে,যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেনের সঞ্চালনায়,লাঙ্গল মার্কার প্রার্থী আলহাজ্ব পনির উদ্দিন আহমেদের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহম্মেদ মঞ্জু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ নেতীবৃন্দ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতনসহ ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন,জাতীয় পার্টির ফুলবাড়ী উপজেলার নেতৃবৃন্দ।
উপস্থিত জনতার পথসভায় সকলে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।