মোস্তাফিজুর রহমান জাহাঙ্গীর,কুড়িগ্রাম প্রতিনিধিঃ আসন্ন শারদীয় দূর্গাপূজা যথাযথ মর্যাদায় উৎযাপন উপলক্ষ্যে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্ধদের সাথে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ সেপ্টম্বর) সকাল ১১ টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মেহেরুমা তারান্নুমের ভাপতিত্বে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
দূর্গাপূজার প্রস্তুতিমূলক আলোচনা সভায় বক্তব্য রাখেন,ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন কান্তি সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি কাত্তিক চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক ভারত চন্দ্র রায়,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সহ-সভাপতি রবীন্দ্রনাথ রায়, সাধারণ সম্পাদক অনীল চন্দ্র রায়, ফুলবাড়ী কেন্দ্রী মন্দিরের সভাপতি বীরেন্দ্রনাথ রায়, ফায়ার সার্ভিসের লিডার আব্দুর রশিদ, আনসার প্রশিক্ষক মমিনুল ইসলাম,নায়েব সুবেদার রফিক,এস আই জাহেদুল, ফুলবাড়ী পল্লী বিদ্যুৎ পল্লী জোনাল অফিসের ডিজিএম আল আসাদ।
আসন্ন শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে পালনের লক্ষ্যে ফুলবাড়ী উপজেলার ৬টি ইউনিয়নে ৬৯ টি মন্দিরে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাতাব হোসেন, উপজেলা প্রকৌশলী মামুনুর রহমান ,, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মজিবর রহমান, মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার আকবর কবীর, ফুলবাড়ী প্রেসক্লাবে সভাপতি এমদাদুল হক , উপজেলা প্রেসক্লাবে সভাপতি মাহবুব হোসেন , যুব উন্নয়ন কর্মকর্তা ললিত ,কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক সহ বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পদকগণ উপস্থিত ছিলেন।