1. editor@dailybogratimes.com : dailybogratimes. :
ফুলবাড়ীতে কেন্দ্রীয় মন্দির কমিটির সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় » Daily Bogra Times বগুড়া টাইমস
Logo বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
বিস্ফোরণে কাপলো লেবানন : নিহত ৯, আহত ২৮০০ পশ্চিমবঙ্গে বন্যার জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করলেন মমতা সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ আমরা বাংলাদেশকে সম্মান করি : গৌতম গম্ভীর অনলাইনেও দেখা যাবে বাংলাদেশ-ভারত সিরিজ আ.লীগ সরকারের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সব প্রকল্প বাতিল : পরিকল্পনা উপদেষ্টা এখন থেকে প্রকল্পের সব তথ্য ওপেন থাকবে: ড. ইউনূস সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থেই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা : স্বরাষ্ট্র উপদেষ্টা প্রথম একনেকে অনুমোদন পেল জ্বালানি ও খনিজ সম্পদ’র বড় দুটি প্রকল্প কাহালুতে নকল সোনার মূর্তি দিয়ে প্রতারণা, গ্রেফতার দুই শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে সারিয়াকান্দিতে মানববন্ধন ও কর্মবিরতি ফুলবাড়ীতে ক্ষুদ্রঋণের ব্যবহার ওদক্ষতা উন্নয়নে সেমিনার বদরগঞ্জে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ও পথসভা  বগুড়ার আদমদীঘিতে দুই বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল গোদাগাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় বিষয়ক সেমিনারছবি

ফুলবাড়ীতে কেন্দ্রীয় মন্দির কমিটির সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়

কংকনা রায়, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
  • বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১ বার পঠিত
দিনাজপুরের ফুলবাড়ীতে কেন্দ্রীয় মন্দির কমিটির সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়
print news

কংকনা রায়, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে আসন্ন দুর্গা পূজা উদযাপনের লক্ষ্যে উপজেলা কেন্দ্রীয় শ্রীশ্রী শ্যামা কালী মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে জামায়াতে ইসলামী।

আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় ফুলবাড়ী কেন্দ্রীয় শ্রীশ্রী শ্যামা কালী মন্দির প্রাঙ্গনে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি সাবেক পৌর কাউন্সিলর জয়প্রকাশ গুপ্ত।

এতে সহসভাপতি সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা শাখা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল কাদির বাবু, বক্তব্য রাখেন উপজেলা শাখা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম, কর্মপরিষদ সদস্য মোমিনুল ইসলাম, ওয়াহেদ আলী মণ্ডল, সোলাইমান মন্ডল, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মিজানুর রহমান, ফুলবাড়ী কেন্দ্রীয় শ্রীশ্রী শ্যামা কালী মন্দিরের সহসভাপতি কানুকান্ত মহন্ত, রাজু গুপ্ত, সাধারণ সম্পাদক জয়রাম প্রসাদ, উপজেলা শাখা পূজা উদযাপন পরিষদের সদস্যসচিব প্রধান শিক্ষক ধীমান চন্দ্র সাহা, ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক প্লাবন শুভ প্রমুখ।

আলোচনা দিনাজপুর জেলা শাখা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল কাদির বাবু বলেন, বাংলাদেশ সকল ধর্মবর্ণের মানুষের দেশ। হিন্দু-মুসলিম আমরা ভাইভাই। ৫ আগস্ট দেশ স্বাধীনে হিন্দু মুসলিম সমানভাবে ভূমিকা রেখেছে। তা ভুললে চলবে না। আমরা হিন্দু মুসলিম পরস্পর সহমর্মিতা অবস্থায় বসবাস করতে চাই। যে যার ধর্ম পালন করবো। যারা ধর্মীয় উপাসনালয়ে আঘাত হাতে তারা কোনোধর্মের মানুষ না। তারা না নিজের ধর্ম পালন করে না অন্যের ধর্মকে শ্রদ্ধা করে। এরা অসৎপ্রবণ লোক, তারা কোনো ধর্মকে সহ্য করতে পারে না কিন্তু তারা বিভিন্ন ধর্মের লেবাস ধরে আছে।

তিনি আরো বলেন, আসন্ন দুর্গা পূজো উদযাপন নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে কিছুটা ভীতি কাজ করছে। তাই আপনাদের আহবান জানাবো, আপনারা বিগত বছরের চেয়ে আরো উৎসবমুখর পরিবেশে আপনাদের ধর্মীয় উৎসব পালন করুন। জামায়াতে ইসলামী দুর্গাপূজায় সর্তক অবস্থানে থাকবে। সনাতনীদের নিরাপত্তায় কাজ করবে। দুষ্কৃতিকারীরা কোনোপ্রকার অপ্রীতিকর ঘটনা ঘটানো অপচেষ্টা করলে তাদেরকে প্রতিহত করা হবে। কোনোপ্রকার সমস্যা দেখা দিলে আমাদেরকে অবগত করবেন। আমরা তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করবো। 

এনাম হক / ডেইলি বগুড়া টাইমস

আরো খবর
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews