কংকনা রায়, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপরের ফুলবাড়ীতে মোছা. হাসিনা (১৫) নামের দশম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে পৌরএলাকার কৃষ্ণপুর গ্রামে ওই শিক্ষার্থীর নিজ শয়ন কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরিবারের দাবি হাসিনা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে মানসিক রোগী ছিল।
মোছা. হাসিনা ওই গ্রামের কৃষক হাসানুর রহমামের মেয়ে এবং চাঁদপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
জানা যায়, বুধবার (৩ জানুয়ারি) রাতে খাওয়া করে নিজ ঘরে ঘুমাতে চলে যায় হাসিনা। রাত দেড়টার দিকে বাড়ীর লোকজন হাসিনার কোনো সাড়াশব্দ না পেয়ে তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে একপর্যায়ে ঘরের দরজা ভেঙ্গে ফেলেন তার পরিবারের লোকজন। এ সময় তারা হাসিনার মরদেহ ঘরের বর্গার সাথে ঝুলতে দেখেন। পরে তাকে নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, শিক্ষার্থীর মৃত্যুর বিষয়ে পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকাসহ তাদের আবেদনের প্রেক্ষিতে এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শিক্ষার্থী হাসিনার মরদেহ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।