মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর কুড়িগ্রাম প্রতিনিধিঃপাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ” শীর্ষক প্রকল্পের আওতায় চলতি ২০২৩-২০২৪ অর্থ বছরে আশপাট উৎপাদনকারী চাষীর সমন্বয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৫ জুলাই শেষ বিকালে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প, পাট অধিদপ্তর ফুলবাড়ীর আয়োজনে মাঠ দিবসে উপস্থিত ছিলেন, পাট অধিদপ্তর উপ প্রকল্প পরিচালক সৈয়দ ফারুক আহম্মেদ, সহকারী প্রকল্প পরিচালক ওসমান আলী শেখ , কুড়িগ্রাম পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল আউয়াল সরকার , উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা ফুলবাড়ীর নজরুল ইসলাম সহ আরো অনেকে।
মাঠ দিবসে বক্তারা চাষীদের পাট চাষে যত্নশীল হওয়ার আহ্বান জানান।