মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর কুড়িগ্রাম প্রতিনিধিঃবৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর দুপুর বারটায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা পরিষদ হলরুমে ফাইট আনটিল লাইট (ফুল)- এর আয়োজনে নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুমের সভাপতিত্বে কোমলমতি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ও প্রতিযোগী মনোভাব গড়ে তোলার লক্ষ্যে পরীক্ষার মাধ্যমে ১০ জন মেধাবী শিক্ষার্থীদেরকে-ফুল শিক্ষাবৃত্তি-২০২৩ সনদপত্র ও অর্থ প্রদান হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেরা প্রাথমিক শিক্ষা অফিসার আকবর কবি, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, ফাইট আনটিল লাইট-এর নির্বাহী পরিচালক আব্দুল কাদের সহ আরো অনেকে।
এ সময় নির্বাহী পরিচালক আব্দুল কাদের জানান, ২০২৩ অর্থবছরে আমরা ১০ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করলাম। ২০২৪ অর্থবছরে আমরা ৯ টি উপজেলা থেকে ১ হাজার ১০০ জন করে মোট ৯ হাজার ৯০০ জন শিক্ষার্থীকে তিনটি ক্যাটাগরীতে এক বছর অর্থ সহায়তা প্রদান করবো।