কুড়িগ্রাম,প্রতিনিধিঃ “বাল্য বিবাহকে না বলি ঝুকিমুক্ত দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইমপাওয়ারিং গার্লস এন্ড কমব্যাটিং চাইল্ড ম্যারেজ, ইন কুড়িগ্রাম প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত।
বুধবার ১৩ নভেম্বর সকাল সাড়েএগাোটায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ভদের বাজারে ফুলবাড়ী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আজগার আলীর সভাপতিত্বে ইমপাওয়ারিং গার্লস এন্ড কমব্যাটিং চাইল্ড ম্যারেজ, ইন কুড়িগ্রাম প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রকল্পটি একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় উদয়াঙ্কুর সেবা সংস্থা বাস্তবায়নে মেয়েশিশুরা দক্ষতা ও আয়বৃদ্ধির মাধ্যমে লেখাপড়া চালিয়ে যাবে এবং বাল্যবিবাহ হ্রাস পাবে এটিই প্রকল্পটির মূল লক্ষ্য।
এসময় বক্তব্য রাখেন, ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া লাকু,ফুলবাড়ী থানার এস আই তাজ আহাম্মেদ, উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম, ফুলবাড়ী আবেদিয়া দাখিল মাদ্রাসার সুপার আমজাদ হোসেন,উপজেলা মহিলা অধিদপ্তরের প্রতিনিধি মনিরুজ্জামানসহ আর অনেকে।
প্রকল্প বিষয়ক উপস্থাপনা এবং বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরেন উদয়াাঙ্কুর সেবা সংস্থা প্রোগ্রাম অফিসার আব্দুল কুদ্দুস।
এসময় উপস্থিত ছিলেন, জন প্রতিনিধি, সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, মিডিয়া ব্যক্তিত্ব, শিক্ষক , ইমাম, নিকাহ নিবন্ধক,মেয়েশিশু, যুব নারী ও নারী, একশনএইড বাংলাদেশের প্রতিনিধি।