কংকনা রায়, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :দিনাজপুরের ফুলবাড়ীতে ৫০ শতাংশ ভর্তুকিতে দুইটি ধান কাটাই-মাড়াই যন্ত্র হারভেস্টার মেশিন পেয়েছেন উপজেলার দুইজন কৃষক।
বুধবার (৮ মে) দুপুর ১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে দুইজন কৃষকের মাঝে হারভেস্টার মেশিনের চাবি প্রদান করা হয়।
তারা হলেন, উপজেলার বেতদীঘি ইউনিয়নের খণ্ডখুঁই গ্রামের কৃষক এনামুল হক এবং কাজিহাল ইউনিয়নের চকিয়াপাড়া গ্রামের কৃষক আনসারুল ইসলাম।
বিতরণকালে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্চিতা রায়সহ কর্মকর্তা-কর্মচারী, কৃষক ও মেটাল ট্যাফে কোম্পানীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।