মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর.কুড়িগ্রাম,প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে গণ গণহত্যাকারীদের পতনে গণঅভ্যুত্থানের একমাস পূর্ণ হওয়ায় আহত ও শহীদদের স্মরণে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়ছে।
বৃহস্পতিবার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোল ফুলবাড়ী শাখার আয়োজনে শহীদি মার্চের একটি র্যালি ফুলবাড়ী ডিগ্রী কলেজের সামন থেকে বের হয়ে ফুলবাড়ী বাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের আরিফুল ইসলাম আরিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী আন্দোল ফুলবাড়ী উপজেলা শাখার নেতা জাকারিয়া হোসেন বাঁধন, আরিফুল ইসলাম, মাসুদ রানা স্বাধীন সহ আরো অনেকে।
এ সময় বক্তারা জানান, আগে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতাম না, এখন আমরা নির্বিঘ্নে কথা বলতে পারছি। যাতে এ স্বাধীনতাকে ধরে রাখতে পারি এটাই আমাদের অঙ্গীকার।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী আন্দোল ফুলবাড়ী উপজেলা শাখার ছাত্র বৃন্দ।