মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর কুড়িগ্রাম,প্রতিনিধিঃ মুক্তির মহামানব হযরত মুহাম্মাদ (সাঃ) কে ভারতীয় পুরোহিত কর্তৃক কটুক্তি ও ধর্মীয় অনুভুতিতে আঘাতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ফুলবাড়ী উপজেলার সম্মিলিত ইমাম ও উলামা কল্যাণ পরিষদ।
সোমবার ৩০ সেপ্টেম্বর বাদ আছর কুড়িগ্রামের ফুলবাড়ীতে সম্মিলিত ইমাম ও উলামা কল্যাণ পরিষদের আয়োজনে উপজেলার কাচারি মাঠ হতে হতে একটি মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে তিনকোনা মোরে এসে প্রতিবাদ সমাবেশ করে।
প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলার সম্মিলিত ইমাম ও উলামা কল্যাণ পরিষদের অন্যতম সদস্য আমীর হামজা, সম্মিলিত ইমাম ও উলামা কল্যাণ পরিষদের অন্যতম পৃষ্ঠপোষক মাওলানা আব্দুর রহমান। বক্তব্য শেষে মোনাজাত পরিচালনা করেন, সম্মিলিত ইমাম ও উলামা কল্যাণ পরিষদের সভাপতি ইব্রাহিম খলিল।
এ সময় বক্তারা জানান,যারা বিশ্ব নবীজিকে অপমান,কটুক্তি করেছেন তাদের দ্রুত গ্রেফতার ফাঁসির দাবি জানান।
এ সময় হাজারো তৌহিদী মুসলিম জনতা উপস্থিত ছিলেন।