বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় উদযাপন করা হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের ৭৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি ঘিরে বৃহস্পতিবার ৪ জানুয়ারী সকাল থেকেই জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা আসতে শুরু করে। ছোট ছোট মিছিল নিয়ে শহরের জিরো পয়েন্ট সাতমাথার মুজিব মঞ্চের সামনে তারা জড়ো হতে থাকেন।
এদিন বেলা ১২ টার দিকে বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনটির নেতাকর্মীরা। আলোচনা সভা শেষে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বগুড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-মাহিদুল ইসলাম জয়ের সঞ্চালনায় ওই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। এছাড়াও আওয়ামী লীগের সিনিয়র নেতাসহ বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকেরা বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে বেলা সাড়ে ১২টার দিকে বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা ও সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলামের নেতৃত্বে শহরে আনন্দ শোভাযাত্রা বের হয়। এতে প্রায় ৫ শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে মুজিব মঞ্চে এসে শেষ হয়। পরে কেক কাটেন নেতাকর্মীরা।
বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এদিন বিভিন্ন কর্মসূচি পালনসহ আনন্দ শোভাযাত্রা করে জেলা ছাত্রলীগ। এছাড়াও নির্বাচনের পর বৃক্ষরোপণসহ নানান কর্মসূচি পালন করা হবে।