বগুড়ায় জেলা পুলিশের উদ্যোগে চতুর্থ শ্রেণির ও আউটসোর্সিং কর্মচারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার সকালে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে দুই শতাধিকের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার( অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী।
ঈদ উপহার হিসেবে দুই শতাধিক কর্মচারীদের প্রতিটি ব্যাগে করে ঈদ উৎসবে সামিল হওয়ার জন্য প্রয়োজনীয় উপহার সামগ্রী প্রদান করা হয়।এ সময় কর্মচারীরা ঈদ উপহার পেয়ে পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে জেলা পুলিশের পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার, আব্দুর রশিদ, মোতাহার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ( ট্রাফিক) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল) শরাফত ইসলামসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।