বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় বেড়েছে শীতের তীব্রতা মাঘ মাস আসতে এখনও ৯ দিন বাকি। এরই মধ্যে দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। গতকাল বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বগুড়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে এ পরিস্থিতি অব্যাহত থাকবে আরও তিনদিন।
দিনগত রাত কুয়াশামাখা থাকলেও আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সাড়ে সাতটার পর থেকেই সূর্যের দেখা মেলে। শীতের আবরণ সরিয়ে ওঠা সূর্যের তাপে গতকাল শহরময় দেখা মেলে শীতার্ত মানুষের রোদ পোহানোর দৃশ্য। এছাড়াও বাড়ির সামনে উঠোনে, রাস্তার পাশে কাপড় মেলতেও দেখা যায়। সপ্তাহের শেষদিন এবং সংসদ নির্বাচন উপলক্ষে শহরে এমনিতেই লোকসমাগম কম। যারা বের হয়েছেন তারাও বেশ উপভোগ করছেন শীতের এই নাতিশীতোষ্ণ্ আবহাওয়া।
মার্কেটের অন্যান্য দোকানে ক্রেতাদের ভিড় কম থাকলেও শীতার্ত মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত্ব ও খেটে খাওয়া মানুষেরা আজও পুরাতন কাপড়ের দোকানে ও ভ্যানের ওপরে বিক্রি করা কাপড়ের দোকানে ভিড় করেছেন। এদিকে কনকনে শীতের দোহায় দিয়ে শীতের সবজির দাম কমতে কমতেই হঠাৎ করেই আবার বাড়িয়ে দিয়েছিল মধ্যস্বত্তভোগীরা। শীত কমার ফলে তাতেও কিছুটা স্বস্তি এসেছে।
বগুড়া আবহাওয়া অফিস সূত্র জানায়, আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বগুড়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস। গতকাল বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস। দিন ও রাতের তাপমাত্রা অব্যাহত থাকবে এবং কোথাও ভারি থেকে মাঝারি ঘণ কুয়াশা পড়ার সম্ভাবনা আছে।