1. editor@dailybogratimes.com : dailybogratimes. :
বগুড়ায় ১০ লাখ শিক্ষার্থীর পাবে বিনামূল্যের নতুন বই » Daily Bogra Times বগুড়া টাইমস
Logo মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
হামলার সময় আ.মীলীগ ও বিএনপির দুইদলের লোকই ছিল : হিরো আলম বগুড়ার নতুন ডিসি হোসনা আফরোজা যশোর বেনাপোলে কৃতি সন্তান  সংবর্ধিত ফুটবলার রাহুল জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিচার সরাসরি সম্প্রচার হবে : চিফ প্রসিকিউটর জাপা চেয়ারম্যানের উপদেষ্টা হলেন গাইবান্ধার মোস্তফা মহসিন সলঙ্গায় সাংবাদিকের উপর যুবদল নেতার হামলা   বেনাপোল দিয়ে ভারত থেকে এলো এক ট্রাক ডিম জয়পুরহাটে মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন পাঁচবিবিতে ধরঞ্জী ইউনিয়ন জামায়াতের বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত  নওগাঁ জেলা আ’লীগের সভাপতি আব্দুল মালেকের ইন্তেকাল  আত্রাইয়ে এক রাতে ৯টি গরু-ছাগল চুরি  গাইবান্ধায় নতুন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ হিলি বাজারে প্রতি শুক্রবার দোকান বন্ধের দাবী কর্মচারীদের লালপুরে শ্যালিকাকে ধর্ষণের দায়ে দুলাভাইকে যাবজ্জীবন কারাদণ্ড পাবনায় পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার

বগুড়ায় ১০ লাখ শিক্ষার্থীর পাবে বিনামূল্যের নতুন বই

বগুড়া প্রতিনিধি:-
  • সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ৬৮ বার পঠিত
বগুড়ায় ১০ লাখ শিক্ষার্থীর পাবে বিনামূল্যের নতুন বই
print news

বগুড়ায় সোমবার প্রায় দশ লাখ শিক্ষার্থীর হাতে বিনামূল্যের নতুন বই তুলে দেওয়া হবে। বছরের প্রথম দিনেই নতুন কারিকুলামে কড়কড়ে নতুন বইয়ের গন্ধ পেতে উৎসুক হয়ে রয়েছে শিক্ষার্থীরা। বই বিতরণ উৎসব উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
বগুড়া জেলার প্রাক-প্রাথমিক থেকে নবম (মাদ্রাসা ও কারিগরি এবং ইংরেজি মাধ্যম) শ্রেণি পর্যন্ত ৯ লাখ ৪৪ হাজার ৩৯০জন শিক্ষার্থীর জন্য বইয়ের চাহিদা রয়েছে ৬৭ লাখ ৬৯ হাজার ৭০৪পিস বইয়ের। চাহিদার বিপরীতে গতকাল বছরের শেষ দিন পর্যন্ত জেলায় বই এসেছে ৫৯ লাখ ২৫ হাজার ৬১৯টি।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানিয়েছে প্রাথমিক (প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি) শ্রেণির ৪ লাখ ৭৭ হাজার ২৪৬জন শিক্ষার্থীর জন্য বইয়ের চাহিদা রয়েছে ২০ লাখ ৭০ হাজার ১৮০টি। বিতরণের জন্য ইতোমধ্যে শতভাগ বই’ই চলে এসেছে বলে জানিয়েছে ওই দপ্তর। গত কয়েক বছরের মধ্যে এবারই বছরের প্রথম দিনেই প্রাথমিকের শিক্ষার্থীরা শতভাগ বই পাবে।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হযরত আলী জানান, জেলায় ষষ্ঠ থেকে নবম শ্রেণির ২ লাখ ৬২ হাজার ৩৬০জন শিক্ষার্থীর জন্য বই’র চাহিদা রয়েছে ২৮ লাখ, ৫০ হাজার ৮৫১টি। আজ বছরের শেষদিন পর্যন্ত মাধ্যমিক শ্রেণির জন্য বই এসেছে ২৩ লাখ ২২ হাজার ২৫৮টি। ষষ্ঠ থেকে নবম শ্রেণির ইংরেজি ভার্সনের ১ হাজার ৪৬৬জন শিক্ষার্থীর জন্য বইয়ের চাহিদা রয়েছে ১৭ হাজার ৯৩০পিস।

এরমধ্যে বই এসেছে ১০ হাজার ৬৯৪টি। দাখিল স্তরের ৯০ হাজার ৯৮৬ জন শিক্ষার্থীর জন্য বই’র চাহিদা রয়েছে ৯ লাখ ৯৯ হাজার ৪০৫পিস বই। এর বিপরীতে বই এসেছে ৭ লাখ ৮২ হাজার ১৭৫পিস বই। ইবতেদায়ী স্তরে ৯৭ হাজার ৫২৪ জন শিক্ষার্থীর জন্য বই’এর চাহিদা ৬ লাখ ৯৫হাজার ৯৮৮ পিস।

এর বিপরীতে শতভাগ বই ইতোমধ্যে চলে এসেছে। এসএসসি ভোকেশনাল স্তরের ৭ হাজার ২১৪জন শিক্ষার্থীর জন্য বই’র চাহিদা ৯২হাজার ৬২৫ পিস বই। এর বিপরীতে বই এসেছে ৪১ হাজার ৯২৪টি। দাখিল ভোকেশনালে ১৮০জন শিক্ষার্থীর জন্য বইয়ের চাহিদা রয়েছে ১ হাজার ৯৭০টি।

চাহিদার বিপরীতে আজ পর্যন্ত কোন বই বগুড়ায় পৌঁছায়নি। ট্রেডে’র ৭ হাজার ৪১৪ জন শিক্ষার্থীর জন্য ৪০ হাজার ৭৫৫ পিস’ বইয়ের চাহিদার বিপরীতে ২ হাজার ৪শ’ পিস বই এসেছে। অর্থাৎ ট্রেডে’র জন্য বই প্রাপ্তির হার মাত্র ৫ দশমিক ৮৯ভাগ।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান জানান, এবার বছরের প্রথম দিনই প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শ্রেণির সকল শিক্ষার্থীর হাতে সব বই দেওয়া হবে। কারণ ইতোমধ্যে শতভাগ বই তারা স্কুলে স্কুলে পৌঁছে দিয়েছেন। জেলা শিক্ষা অফিসার মোঃ হজরত আলী জানান, শুধুমাত্র দাখিল ভোকেশনাল ও ট্রেডের শিক্ষার্থীদের জন্য চাহিদার বিপরীতে বই কিছুটা কম এসেছে। অন্যান্য স্তরে মতকরা ৮০ভাগ বই চলে এসেছে।

তিনি আরও জানান, ২০২৪ সাল থেকে ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে নতুন কারিকুলাম অনুযায়ী পড়ানো হবে। নতুন কারিকুলামে চতুর্থ বিষয় নেই। এছাড়া কোন ক্লাসেই ১০টার বেশি বিষয় পড়ানো হবে না। বছরের প্রথম দিন সোমবার সকাল সাড়ে ৯টায় বগুড়া বিয়াম মডেল স্কুল এ্যান্ড কলেজে বই উৎসবের প্রথম আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এরপর ঝোপগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হবে ।

এনাম হক / ডেইলি বগুড়া টাইমস

আরো খবর
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews