আমিনুল ইসলাম,গাবতলী (বগুড়া) প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে
বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী ডাঃ
মোস্তফা আলম নান্ধসঢ়;নু বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষের
সার্বিক উন্নয়ন হয়। বিএনপি কয়েকবার ক্ষমতায় থাকলেও দেশের অবকাঠামো উন্নয়ন
দৃশ্যমান হয়নি। তাই আর মানুষ বিএনপিকে ভোট দিতে চায় না। প্রধানমন্ত্রী দেশের
প্রতিটি ক্ষেত্রে উন্নয়নকে বহি:বিশ্বের উন্নয়নের সামিল করতে কাজ করে যাচ্ছেন। তাই
আবারও সকলকে নৌকার প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহব্বান জানান।
বৃহস্পতিবার বগুড়ার গাবতলী মুক্তিযোদ্ধা টেকনিকেল স্কুলে পৌর আওয়ামী লীগ
আয়োজিত নির্বাচনী আলোচনা সভায় উপরোক্ত কথা বলেন। পৌর আওয়ামী লীগের
সভাপতি আজিজার রহমান পাইকারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন
দিলুর পরিচালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও বগুড়া পৌর
আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা
আওয়ামী লীগের সভাপতি মোস্তফা আব্দুর রাজ্জাক মিলু ও সাধারণ সম্পাদক এ আই ফয়সাল
খান জনি। আরো বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেকসেনা আকতার,
সাধারণ সম্পাদক নাজমা বেগম, কৃষকলীগের সাবেক সহ-সভাপতি শ্যামল পাইকার,
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদ ইসলাম, উপজেলা ছাত্রলীগের
সভাপতি মিজানুর রহমান পান্না প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল গফুর, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিজান ও জিয়াউর রহমান জুয়েল, বীর মুক্তিযোদ্ধা হুমায়ন আলম চান্দু, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল
ইসলাম মুক্তা, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক নুরেজ্জামান সিদ্দিকী, উপজেলা যুবলীগের
সাধারণ সম্পাদক শাহজাহান আলী, যুবলীগ নেতা মনির হোসেন পিপুল, ছাত্রলীগের
সাধারণ সম্পাদক রাকিবসহ আরো অনেকে।