1. editor@dailybogratimes.com : dailybogratimes. :
বগুড়ার ধুনটে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ » Daily Bogra Times বগুড়া টাইমস
Logo মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
হামলার সময় আ.মীলীগ ও বিএনপির দুইদলের লোকই ছিল : হিরো আলম বগুড়ার নতুন ডিসি হোসনা আফরোজা যশোর বেনাপোলে কৃতি সন্তান  সংবর্ধিত ফুটবলার রাহুল জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিচার সরাসরি সম্প্রচার হবে : চিফ প্রসিকিউটর জাপা চেয়ারম্যানের উপদেষ্টা হলেন গাইবান্ধার মোস্তফা মহসিন সলঙ্গায় সাংবাদিকের উপর যুবদল নেতার হামলা   বেনাপোল দিয়ে ভারত থেকে এলো এক ট্রাক ডিম জয়পুরহাটে মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন পাঁচবিবিতে ধরঞ্জী ইউনিয়ন জামায়াতের বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত  নওগাঁ জেলা আ’লীগের সভাপতি আব্দুল মালেকের ইন্তেকাল  আত্রাইয়ে এক রাতে ৯টি গরু-ছাগল চুরি  গাইবান্ধায় নতুন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ হিলি বাজারে প্রতি শুক্রবার দোকান বন্ধের দাবী কর্মচারীদের লালপুরে শ্যালিকাকে ধর্ষণের দায়ে দুলাভাইকে যাবজ্জীবন কারাদণ্ড পাবনায় পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার

বগুড়ার ধুনটে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬ বার পঠিত
বগুড়ার ধুনটে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ
print news

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় জনসেবা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অস্ত্রোপচারের পর অতিরিক্ত রক্তক্ষরণে শ্রাবনী খাতুন (১৯) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। রোগীর স্বজনদের অভিযোগ, ভুল চিকিৎসায় শ্রাবনীর মৃত্যু হয়।

এ ঘটনায় রোগীর স্বজনরা ক্ষুব্ধ হয়ে আজ বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে ওই ক্লিনিকের পরিচালক মাসুদুর রহমানকে তার নিজ কার্যালয়ে অবরুদ্ধ করেন। পরে ৩ ঘন্টা পর বিচারের আশ্বাস দিয়ে রোগীর লোকজনের কাছ থেকে মুক্ত হন তিনি।

রোগীর স্বজনরা বলেন, উপজেলা ডাকঘরের পাশে জনসেবা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার। অস্ত্রোপচারের (সিজার) জন্য উপজেলার জিঞ্জিরতলা গ্রামের হাসান আলীর অন্তঃসত্ত্বা স্ত্রী শ্রাবনী খাতুনকে গত সোমবার বেলা ১১টার দিকে ওই ক্লিনিকে ভর্তি করা হয়। বিকেল সাড়ে ৩টার দিকে তার অস্ত্রোপচার করেন ডা. সাদিয়া আফরীন সেবা।

অস্ত্রোপচারের কিছুক্ষণ পর তার রক্তক্ষরণ শুরু হয়। রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় একপর্যায়ে শ্রাবনী খাতুনের অবস্থার অবনতি হয়। পরে স্বজনেরা উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসা দেওয়ার আগেই রাত ১২টার দিকে শ্রাবনী মারা যান। তবে শ্রাবনীর গর্ভে জন্ম নেয়া নবজাতক মেয়েটি সুস্থ রয়েছে।

নিহত শ্রাবনীর শ্বশুর ভুট্টো মিয়া বলেন, সিজারের কিছুক্ষণ পর থেকেই শ্রাবনীর অবস্থা ভালো ছিল না। তার অতিরিক্ত রক্তক্ষরণের বিষয়টি ডাক্তার-নার্সদের জানালেও তারা কর্ণপাত করেননি। রোগীর অবস্থা নিয়ন্ত্রণের বাইরে গেলে ক্লিনিকের লোকজন বগুড়া জেলা শহরে নিতে বলেন। বগুড়া হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ার আগেই শ্রাবনী মারা যায়। এ ঘটনায় আমি বিচার দাবি করছি।

এ বিষয়ে অস্ত্রোপচারকারী ডা. সাদিয়া আফরীন সেবার মুঠোফোনে কল দিয়ে সাংবাদিক পরিচয় দিতেই কল কেটে দিয়ে ফোন বন্ধ করে দেন তিনি। এরপর তার মুঠোফোনে ক্ষুদে বার্তা পাঠিয়েও এ বিষয়ে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

জনসেবা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মাসুদুর রহমান বলেন, ক্লিনিক কর্তৃপক্ষের কী করার আছে? অস্ত্রোপচার করেছেন চিকিৎসক, তিনিই ভালো বলতে পারবেন রোগী কীভাবে মারা গেল। তারপরও রোগীর লোকজনকে বিচার দিতে চেয়েছি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর বসাক জানান, ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ পেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এনাম হক / ডেইলি বগুড়া টাইমস

আরো খবর
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews