শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে গোসাইবাড়ি ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামের পাকা রাস্তায় মোটরসাইকেল সাইড দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।ছুরিকাঘাতে আহত ছাত্রলীগ কর্মী সুমন হোসেন (২৬) ধুনট উপজেলার চুনিয়াপাড়া গ্রামের আশাদুল ইসলাম রাজার ছেলে।
ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ছাত্রলীগ কর্মী সুমন হোসেন বাড়ি ফিরছিল। এ সময় অপরদিক থেকে আসা মোটরসাইল সাইড দেওয়া নিয়ে ইউনিয়ন বিএনপির সহ-সম্পাদক এবং ছাত্রদলের কর্মী রিমনের বাকবিতণ্ডা হয়। এরই একপর্যায়ে ছাত্রদল কর্মী রিমন তার পকেট থেকে ছুরি বের করে ছাত্রলীগ কর্মী সুমনের শরীরে উপর্যুপরি ছুরিকাঘাত করে। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে ছাত্রলীগ কর্মী সুমনকে আহত অবস্থায় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান বলেন, সংবাদ পেয়েই ঘটনাস্থলে এবং হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।