দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দিয়ে জনগণকে তাঁদের ভোট দেওয়ার সুযোগ দিতে বর্তমান অন্তবর্তীকালিন সরকারের প্রতি আহবান জানিয়েছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা।
আজ রোববার (২৭ অক্টোবর) বিকেলে শেরপুর শহরের স্থানীয় বাসস্ট্যান্ডে আয়োজিত পৌর বিএনপির বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এই আহবান জানান তিনি।
পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েলের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি রেজাউল করিম বাদশা আরো বলেন, ছাত্র-জনতার আন্দোনের মুখে ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে গেছেন। তার জমিদারির পতন ঘটেছে। এই আন্দোলন করা হয়েছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। এজন্যই বিএনপির নেতাকর্মীরা ওই আন্দোলনে অংশ নিয়ে জীবন দিয়েছে। আন্দোলন সফল হলেও বিএনপিকে নিয়ে এখনো নানামুখি ষড়যন্ত্র চলছে। এমন পরিস্থিতিতে সবাইকে সজাগ থাকতে হবে। সব ভেদাভেদ ভুলে দলের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার জন্য নির্দেশ দেন তিনি।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এম আর ইসলাম স্বাধীন, সাংগঠনিক সম্পাদক সহিদুন্নবী সালাম, সাইফুল ইসলাম হেলাল, বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা কৃষকদলের আহবায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি, মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ, তাঁতীদলের সভাপতি সারোয়ার হোসেন।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম শাহীন, বিএনপি নেতা শাহ আলম পান্না, আরিফুর রহমান মিলন, হাসানুল মারুফ শিমুল, যুবদল নেতা ফরহাদ হোসেন, আইয়ুব আলী মন্ডল, তারিকুল ইসলাম সম্রাটসহ, প্রমূখ বক্তব্য রাখেন।