1. dailybogratimes@gmail.com : dailybogratimes. :
বগুড়ার ৫ গুণী শিল্পীকে সম্মাননা দিলো শিল্পকলা একাডেমি » Daily Bogra Times বগুড়া টাইমস
Logo বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১২:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাবনায ২ মাদক কারবারিকে ৪০ দিনের কারাদন্ড  ধুনটে সাবেক এমপি হাবিবসহ আ’লীগের ৪৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ বিরামপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  জয়পুরহাটে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিত পূর্ণ দিবস কর্মবিরতি ও ধর্মঘট রাণীনগরে প্রধান শিক্ষকের অপসারণ  আজ দেবী দুর্গার বোধন আগামীকাল থেকে শুরু পাঁচ দিনব্যাপী  চাঁপাইনবাবগঞ্জে সার্ভেয়ারদের কর্মবিরতি চলমান আদমদীঘিতে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে মসজিদ ও মাদ্রাসায় আর্থিক সাহায্য প্রদান  ফুলবাড়ীতে বৈষম্য দূরীকরণে এমপিও ভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের লক্ষ্যে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত প্রথম আলো’তে মিথ্যা ও বানোয়াট বক্তব্য প্রকাশে  বিরামপুর দিওড় ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন  মাহমুদউল্লাহ রিয়াদের অবসরের ঘোষণা পিএসসি চেয়ারম্যানসহ ১২ সদস্যর পদত্যাগ সারিয়াকান্দিতে পল্লীগণ উন্নয়ন সংস্থার উদ্যোগে সেলাই প্রশিক্ষণের উদ্বোধন বেড়েছে ভারতীয় পেঁয়াজের দাম, কমেছে কাঁচা মরিচের দাম

বগুড়ার ৫ গুণী শিল্পীকে সম্মাননা দিলো শিল্পকলা একাডেমি

বগুড়া প্রতিনিধিঃ-
  • শুক্রবার, ২৮ জুন, ২০২৪
বগুড়ার ৫ গুণী শিল্পীকে সম্মাননা দিলো শিল্পকলা একাডেমি
print news

জেলা শিল্পকলা একাডেমি বগুড়ার আয়োজনে গতকাল বৃহস্পতিবার (২৭ জুন) বিকেল ৩টার দিকে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২৩ প্রদান করা হয়। সংস্কৃতির ক্ষেত্রে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরুপ জেলার ৫ জন গুণী শিল্পীকে এ সম্মাননা প্রদান করা হয়

এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সম্মাননাপ্রাপ্ত গুণী শিল্পীদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। প্রত্যক গুণী শিল্পীকে বিশ হাজার টাকার চেক, মেডেল, উত্তরীয় ও সনদপত্র প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্ত গুণী শিল্পীবৃন্দ হলেন মোঃ আসাদ হোসেন (কণ্ঠসংগীত), মোঃ আয়নাল হক (নাট্যকলা), জগদীস চন্দ্র দাস (লোক সংস্কৃতি), মোঃ শফিকুল ইসলাম শ্যামল (যন্ত্রসংগীত) ও রেবেকা সুলতানা মৌসুমী (নৃত্যকলা)। অতিরিক্ত জেলা প্রাশাসক (সার্বিক), মেজবাউল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বগুড়া, (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), মোঃ আব্দুর রশিদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়না, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য্য শংকর। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার মোঃ শাহাদৎ হোসেন।

সম্মাননা প্রদান শেষে বিকেলে শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা শিল্পকলা একাডেমি প্রশিক্ষণার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী, অভিভাবকমণ্ডলী, সাহিত্যিক, সাংবাদিক, সামাজিক, রাজনৈতিক, ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

AH/ Daily Bogra Times

আরো খবর
dbt
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews