1. editor@dailybogratimes.com : dailybogratimes. :
বছরে প্রথম দিনে মহাকাশে রকেট পাঠাল ভারত » Daily Bogra Times বগুড়া টাইমস
Logo বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২২ অপরাহ্ন
সর্বশেষ :
প্রথম একনেকে অনুমোদন পেল জ্বালানি ও খনিজ সম্পদ’র বড় দুটি প্রকল্প কাহালুতে নকল সোনার মূর্তি দিয়ে প্রতারণা, গ্রেফতার দুই শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে সারিয়াকান্দিতে মানববন্ধন ও কর্মবিরতি ফুলবাড়ীতে ক্ষুদ্রঋণের ব্যবহার ওদক্ষতা উন্নয়নে সেমিনার বদরগঞ্জে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ও পথসভা  বগুড়ার আদমদীঘিতে দুই বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল গোদাগাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় বিষয়ক সেমিনারছবি জয়পুরহাটে পূর্ণ দিবস কর্মবিরতি ও মানববন্ধন করেছে শিক্ষকরা ফুলবাড়ীতে মাদ্রাসা সুপারের পদত্যাগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত পাঁচবিবিতে কৃষকের কলাগাছ কেটে ফেলার অভিযোগ সাঁথিয়ায় অজ্ঞাত ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার বগুড়ার শেরপুরে চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত লালমনিরহাটে সড়কের পাশে পড়েছিলো বৃদ্ধের নিথর মরদেহ! গাইবান্ধা সাদুল্লাপুর হতে ২৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২   রাজশাহীতে বেতনের দাবিতে  কারখানার শ্রমিকদের বিক্ষোভ

বছরে প্রথম দিনে মহাকাশে রকেট পাঠাল ভারত

আন্তর্জাতিক ডেস্কঃ
  • সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ৪৭ বার পঠিত
বছরে প্রথম দিনে মহাকাশে রকেট পাঠাল ভারত
print news

আন্তর্জাতিক ডেস্ক : প্রথম বারেরমতো কৃষ্ণগহ্বর বা ব্ল্যাকহোল নিয়ে গবেষণা করার জন্য মহাকাশে রকেট উৎক্ষেপণ করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

আজ সোমবার (১ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টা ১০ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ‘এক্সপোস্যাট’ বা ‘এক্স-রে পোলারিমিটার স্যাটেলাইট’ উৎক্ষেপণ করেছে ইসরো। এর আগে কেবলমাত্র আমেরিকা কৃষ্ণগহ্বর নিয়ে গবেষণার জন্য মহাকাশে রকেট পাঠায়। মহাকাশে কৃষ্ণগহ্বরের সন্ধান এবং পর্যবেক্ষণ করবে এই স্যাটেলাইট। এ ছাড়াও উজ্জ্বলতম ৫০টি শক্তির উৎস পর্যবেক্ষণ ‘এক্সপোস্যাটের’ তালিকায় রয়েছে। মহাকাশের নিউট্রন স্টারগুলো নিয়েও এই কৃত্রিম উপগ্রহের সাহায্যে গবেষণা করবেন বিজ্ঞানীরা। 

এক্স-রে ফোটন ও তার পোলারাইজেশন ব্যবহার করে ‘এক্সপোস্যাট’ কৃষ্ণগহ্বরের কাছের রেডিয়েশন বা তেজস্ক্রিয়তা সম্পর্কে তথ্য সংগ্রহ করবে। এছাড়া নিউট্রন স্টার সম্পর্কেও জানতে সাহায্য করবে এই স্যাটেলাইট। পোলিক্স পে-লোডের থমসন স্ক্যাটারিং ব্যবহার করা হবে এর জন্য। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘এক্সপোস্যাট’ তৈরিতে খরচ হয়েছে প্রায় ২৫০ কোটি রুপি বা ৩০ মিলিয়ন ডলার।  এই স্যাটেলাইট মহাশূন্যে পাঁচ বছর থাকতে পারবে বলে অনুমান করা হচ্ছে। ২০২১ সালে এই একই মিশনের জন্য মহাকাশে রকেট পাঠিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। নাসার ‘আইএক্সপিই’ স্যাটেলাইট তৈরিতে খরচ হয়েছিল প্রায় ১৮৮ মিলিয়ন ডলার। নাসার স্যাটেলাইটটি মহাকাশে দুই বছর কাজ করবে বলে ধারণা করা হয়। 

ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ বলেন, ‘আরও এক সাফল্য পেলাম পিএসএলভি-তে। এক্সপোস্যাট স্যাটেলাইট নির্দিষ্ট কক্ষপথে বসিয়ে দেওয়া হয়েছে। আমাদের সামনে আরও উত্তেজনাময় সময় অপেক্ষা করছে। মাত্রই বছর শুরু হলো। এ বছর আরও অনেক প্রকল্প রয়েছে। ২০২৪ গগনযানের বছর।

এনাম হক / ডেইলি বগুড়া টাইমস

আরো খবর
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews