1. dailybogratimes@gmail.com : dailybogratimes. :
বাংলাদেশের ২৪৫ রানের লক্ষে ব্যাট করছে আফগানরা » Daily Bogra Times
Logo বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:১২ অপরাহ্ন
সর্বশেষ :
ভূরুঙ্গামারীতে অতিথি হওয়া নিয়ে বিএনপির দুই গ্রুপে হাতাহাতি রাস্তার করুন অবস্থা দেখে বিয়ে দিতে চায় না যে গ্রামের ছেলে-মেয়েদের  নওগাঁয় ভারতীয় নাগরিক আটক করাচি বন্দর থেকে চট্টগ্রামে আসবে ২৫ হাজার টন চিনি তারেক রহমানের খালাসে সুন্দরগঞ্জে আনন্দ মিছিল বাংলাদেশে শান্তিরক্ষী পাঠাতে ভারতের লোকসভায় প্রস্তাব সন্ত্রাসী হামলার আশঙ্কা, নাগরিকদের সতর্ক করল যুক্তরাজ্য জাতীয় ঐক্যের ডাক দেবেন ড. মুহাম্মদ ইউনূস নওগাঁয় খড়বাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে; চালকসহ নিহত ২ দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি হাইকমিশনে হামলার প্রতিবাদে বগুড়ায় বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বগুড়ার শিবগঞ্জে ভাঙ্গারি দোকানে আগুন মান্দায় ন্যায্য মূল্যে কৃষি পণ্য বিক্রয়ের উদ্বোধন করলেন আব্দুল আউয়াল ডিসি  ভারতীয় হাইক‌মিশনার কে জরুরি তলব পররাষ্ট্র মন্ত্রণালয়ের বগুড়ায় পরকীয়ার যেরে প্রবাসীর বিরুদ্ধে বউ হত্যার অভিযোগ

বাংলাদেশের ২৪৫ রানের লক্ষে ব্যাট করছে আফগানরা

স্পোর্টস ডেস্কঃ-
  • সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
বাংলাদেশের ২৪৫ রানের লক্ষে ব্যাট করছে আফগানরা
print news

সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে আফগানিস্তানকে ২৪৫ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। ২৩ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১০৩ রান। বাকি ২৭ ওভার থেকে জয়ের জন্য তাদের প্রয়োজন আরও ১৪৫ রান

সবশেষ বিপিএলে গতির ঝড় তুলে নিজেকে আলাদাভাবে চিনিয়েছিলেন নাহিদ রানা। এরপর সাদা পোশাকে জাতীয় দলের হয়ে অভিষেক হয় তার। এবার সাদা বলেও বাংলাদেশের জার্সিতে খেলার সুযোগ পেয়েছেন তিনি। আজ অভিষেকেই ১৫০ কিমি গতি তুলেছেন এই ডানহাতি পেসার।

নতুন বলে দুর্দান্ত বোলিং করেছেন রানা। ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিং করতে এসেই নিজের সক্ষমতার জানান দেন তিনি। আফগান শিবিরে আজ বাংলাদেশের হয়ে প্রথম আঘাত হানেন অভিষিক্ত এই পেসার। ইনিংসের ৮ম ওভারে তার দুর্দান্ত এক ইনসুইং ডেলিভারিতে বোল্ড হয়েছেন সেদিকুল্লাহ অটল। ১৪ রান করে এই ওপেনার ফেরায় ভাঙে ৪১ রানের উদ্বোধনী জুটি।

তিনে নেমে খুব একটা সুবিধা করতে পারেননি রহমত শাহ। ১৪তম ওভারে শেষ বলটি খাটো লেংথে করেছিলেন মুস্তাফিজ। সেখানে পুল করতে গিয়ে ব্যাটের ঠিক জায়গায় লাগাতে পারেননি রহমত। ডাইভ দিয়ে ফিরতি ক্যাচ নেন মুস্তাফিজ। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ২২ বলে ৮ রান।

এরপর অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদিকেও নিজের শিকার বানিয়েছেন মুস্তাফিজ। ইনিংসের ২১তম ওভারের প্রথম বলেই স্লিপে ক্যাচ দিয়েছেন আফগান অধিনায়ক। ডান দিকে ডাইভ দিয়ে দারুণ ক্যাচটি নিয়েছেন সৌম্য। ২১ বল খেলে ৬ রানের বেশি করতে পারেননি তিনি।

এর আগে শারজাহতে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৯৮ রান করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাছাড়া ফিফটি পেয়েছেন মেহেদি হাসান মিরাজ।

AH/ Daily Bogra Times

আরো খবর
dbt
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews