আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্বপন হোসেন বাবু (৩৫) নামে এক পথচারী যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর এক টায় বগুড়া—নওগাঁ আঞ্চলিক মহাসড়কের উপজেলার সান্তাহার পৌর শহরের কোমল দোগাছী এলাকায় নিলুফা ইয়াসমিন রাইচমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাবু একই এলাকার বাছের আলী মন্ডল বাচ্চুর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদশীর্ সূত্রে জানা গেছে, দুপুর এক টায় কোমল দোগাছী এলাকায় নিহত বাবুর বাবার মালিকানাধীন ‘ভাই ভাই ট্রেডার্স’ নামের গুড়া চালনি মিলে বাবার থেকে টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন।
এ সময় নওগাঁ থেকে বগুড়াগামী অজ্ঞাত একটি খালি ট্রাক বেপরোয়া গতিতে চালিয়ে যাওয়ার সময় চাকায় পিষ্ট হয় বাবু।
স্থানিয়রা আদমদীঘি ফায়ার সার্ভিসে ফোন দিলে তারা দ্রুত এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, ঘাতকট্রাকটি আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্ততি চলছে।