বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুর জেলার বিরামপুরে গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত যাত্রীবাহী ভ্যানে ধাক্কা দিলে গনেশ চন্দ্র (৩৫) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভ্যানচালকসহ আরও ৩ জন গুরুতর আহত হয়ে দিনাজপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছেন।
বুধবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে উপজেলার টাটকপুর ঈদগাহ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গনেশ (৩৫) বিরামপুর পৌরশহরের দেবীপুর বনখঞ্জা গ্রামের কালীচরণ রায়ের ছেলে। সে পেশায় একজন বাস ড্রাইভার।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া থেকে দিনাজপুর অভিমুখে ছেড়ে আসা একটি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত ভ্যানের উপর উল্টে পড়ে। এ সময় ভ্যানে থাকা যাত্রী গনেশ চন্দ্র (৩৫) ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়। এতে ভ্যানচালকসহ অপর দুই যাত্রী গুরুতর আহত হন।
খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরা নিহতের লাশ ও আহতদের উদ্ধার করেন। পরে আহতদের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহতরা হলেন, জাহাঙ্গীর আলম (৫৫) বাবুল (৬০) ও বাবু (২১)।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।