বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরে নকল’জুস, চকলেট ও পাউডার’জুস সরবরাহ করার সময় দুই ব্যবসায়ী’কে এক মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, ঢাকা থেকে নকল বোতলজাত জুস চকলেট ও পাউডার’জুস সরবারহ করে করছিল। এমন সংবাদ পেয়ে পৌরশহরের ঢাকা মোড় নাবিল কাউন্টারের সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। জব্দ ও ধ্বংস করা হয়েছে চার হাজার ১শ ৫০টি বোতলজাত নকল জুস, দুই কার্টুন পাউডার জুস ও দুই কার্টুন চকলেট।
বৃহস্পতিবার (২৮ র্মাচ) দুপুর আড়াই টার দিকে পৌরশহরের ঢাকামোড় নাবিল কাউন্টার এর সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুরাদ হোসেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার দিওড় ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মশিউর রহমানের ছেলে লিটন ইসলাম(২৬), ও একই এলাকার সুরেন্দ্রনাথ মন্ডল এর ছেলে গৌতম কুমার (২৫)।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন জানান, নকল পণ্য সরবারহের সময় দুইজনকে ১ মাস করে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড দেওয়া হয়েছে।