বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরে (২৮ সেপ্টেম্বর) শনিবার সকাল ১০টায় বিরামপুর কওমী ছাত্র কল্যাণ পরিষদের আয়োজনে “রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন” শীর্ষক এক সীরাত কনফারেন্স বিরামপুর সরকারি কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন বগুড়া কারবালা মাদরাসার শায়খুল হাদীস হযরত মাওলানা মুহাদ্দিস কাজী ফজলুল করীম। অন্যান্যের মধ্যে আলোচনা পেশ করেন বগুড়া বাইতুর রহমান সেন্টাল জামে মসজিদের খতীব মুফতী মাওলানা মনোয়ার হোসেন, বিজুল দারুল হুদা কামিল মাদরাসার অধ্যক্ষ ডক্টর মাওলানা নূরুল ইসলাম, প্রধান মুহাদ্দিস ডক্টর মাওলানা এনামুল হক, পাউশগাড়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মামুনুর রশীদ, বিরামপুর সরকারী কলেজ মসজিদের খতীব মুফতী মাওলানা আঃ হাকিম, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ মেজবাউল হক ও বিরামপুর সরকারী কলেজের অধ্যক্ষ অদ্বৈত কুমার, মুশফিকুর রহমান, হাফেজ নজরুল ইসলাম, মাওলানা মুফতী নাসিম, মাওলানা আসাদুজ্জামান আরিফ ও মাওলানা এএইচ এম রিফাত প্রমুখ।
উক্ত কনফারেন্সে বক্তাগণ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য রহমত স্বরূপ। তিনি শুধু মুসলমানদের নবী নন, বরং তিনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য এক মহান আদর্শ। তাঁর সুন্নাহ অনুসরণের মাধ্যমে দুনিয়ার জীবনে শান্তি ও আখিরাতে নাজাত পাওয়া যাবে।