বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ বৈষমবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গণঅভ্যুত্থানের একমাস পূর্ণ হওয়ায় শহীদের স্মরণে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শহীদি মার্চ পালন করা হয়েছে।
বৃহস্পতিবার(৫ সেপ্ট:) বিকেলে দিনাজপুরের বিরামপুরে কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে সর্বস্তরের ছাত্র জনতার আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য কমর সেলিম, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন, বিরামপুর চাইল্ড কেয়ার একাডেমির পরিচালক মশফিকুর রহমান লিটন, বিরামপুর বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ তন্ময়, বাদশা মোঃ নাজ্জাশি, জিন্নু রেইন, ফাইম সরকার, সাব্বির এলাহী, আকবর আলী সহ আরো অনেকে।
বক্তারা বলেন, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের ফলে এ দেশে যে বিজয় সুনিশ্চিত হয়েছে তা কখনো ভুলার নয়। এই আন্দোলনে যারা শহীদ হয়েছে এদেশের মানুষ তাদেরকে কখনও ভুলবে না,মনে রাখবে সবসময়।