বিশ্বনবীকে কটুক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে বিক্ষোভ উল্লাপাড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ।
হাফিজুর রহমান হাফিজ, উল্লাপাড়া উপজেলা সংবাদদাতা : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ রবিবার বেলা এগারোটায় বিশ্বনবী হযরত মুহাম্মদ ( সাঃ) কে ভারতীয় পুরোহিত কর্তৃক কটুক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতে বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে মিছিল ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। উল্লাপাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ প্রতিবাদ মিছিল ও সমাবেশের আয়োজন করে। পৌর শহরের উন্মুক্ত মঞ্চে মাহফুজ আনাম সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আল আমিন হোসাইন , মনিরুল ইসলাম , আবদুল্লাহ আল মামুন , রিফাত আমান , মামুন প্রমুখ। সমাবেশ শেষে পৌর শহরে মিছিল বের করা হয়।