1. editor@dailybogratimes.com : dailybogratimes. :
বেনাপোলে সাধারণ মানুষের নাগালের বাইরে  ফলের দাম » Daily Bogra Times বগুড়া টাইমস
Logo শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৮:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়ায় মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন পুলিশ সাব-ইন্সপেক্টর (এসআই) পদে নিয়োগ বিজ্ঞপ্তি ইসরায়েলের প্রশ্নে ইরান ‘দ্বিধা’ করবে না : খামেনি ভিজিডি কার্ডের ১৮ মাস চাল না দেওয়ার অভিযোগ ভাঙচুর অগ্নিসংযোগের মামলায় গংগাচড়া বেতগাড়ি ইউপি চেয়ারম্যান গ্রেফতার বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের সোনাহাট স্থলবন্দর শাখা অফিস উদ্বোধন  শেখ হাসিনার কীভাবে প্রায় অসম্ভব প্রত্যাবর্তন ঘটতে পারে : টাইম ম্যাগাজিন বেনাপোলে রাসূল সা: এর বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত  আদমদীঘিতে নাশকতা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার মহানবী (সা:) সম্পর্কে কটুক্তি করার প্রতিবাদে আদমদীঘিতে বিক্ষোভ সমাবেশ ইসলামিক ফাউণ্ডেশনের নামে বসে বেতন নিচ্ছেন শিক্ষক, নেই কোন নজরদারি  আবাম ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে দুইটি হুইল চেয়ার উপহার  উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে গণমানুষের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে-উপাচার্য ওবায়দুল ইসলাম পাঠ্যপুস্তক সমন্বয় কমিটি বাতিল ইস্যুতে ১৫১ আলেমের বিবৃতি শেরপুরে পাহাড়ি ঢলে শতাধিক গ্রাম প্লাবিত

বেনাপোলে সাধারণ মানুষের নাগালের বাইরে  ফলের দাম

মনির হোসেন, যশোর প্রতিনিধিঃ
  • সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯ বার পঠিত
বেনাপোলে সাধারণ মানুষের নাগালের বাইরে  ফলের দাম
print news

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি :- যশোরর শার্শা উপজেলা বেনাপোল  গত দুই বছর ধরে বিদেশি ফলের দাম অনেক বাড়তি। দাম বাড়তে থাকায় আনার  আপেল, মাল্টা ও কমলার মতো ফল খাওয়া কমিয়ে দিয়েছেন ক্রেতারা। ভিটামিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান ফল। মানুষের শরীরে ভিটামিনের জোগান দেয় দেশি-বিদেশি ফলমূল। একজন প্রাপ্ত বয়স্ক মানুষের জন্য প্রতিদিন ১০০ গ্রাম ফল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসক এবং পুষ্টিবিদরা। অথচ অত্যধিক দামের কারণে সাধারণ মানুষ ফল থেকে ন্যূনতম পুষ্টি গ্রহণ করতে পারছেন না। 

এতে ধারাবাহিকভাবে ফল আমদানি কমেছে। দেশের মানুষ বিদেশি ফল খাওয়া কমিয়ে দিলেও এই বাবদ ক্রেতাদের খরচ বেড়েছে। ইতোমধ্যে আবারও বেড়েছে ফলের দাম। এখন সর্বনিম্ন ৩০০ টাকার কমে মিলছে না। যে কারণে উপজেলা  বেনাপোল শার্শা নাভারণ বাগআচড়া ফলের দোকানগুলো অনেকটাই ক্রেতাশূন্য। 

ফল  ব্যবসায়ীরা  বলছেন, মূলত তিন কারণে বিদেশি এসব ফলের দাম বেড়েছে, মূলত ২০২২ সালের জুন-জুলাই  থেকে।  এর মধ্যে রয়েছে- আমদানি শুল্ক বৃদ্ধি, ডলার সংকট এবং ডলারের মূল্য বৃদ্ধি। এসব কারণে দাম বেড়েছে। সেইসঙ্গে বাজারে ক্রেতা কমেছে। অনেকে ফল খাওয়া কমিয়েছেন।  চাহিদা কমে গেছে। পাশাপাশি ফল আমদানি কমেছে অন্তত ৫০ শতাংশ।

ফলের তথ্য পর্যালোচনায় দেখা যায়, বিদেশ থেকে ৩৮ ধরনের ফল আমদানি করা হয়। এর মধ্যে আমদানির ৯৫ শতাংশই আপেল, মাল্টা, কমলা, আঙুর ও আনার। বাকি ৫ শতাংশ ফলের মধ্যে রয়েছে নাশপাতি, কিনুই, কতবেল, অ্যাভোকাডো, রাম্বুটান ও কিউই ইত্যাদি।

বেনাপোল ও উপজেলা বাজারের খুচরা ফল বিক্রেতা বিল্লাল হোসেন জানান, ‘বিদেশি ফলের দাম এখন অনেক বেশি। যে কারনে নিম্ন ও মধ্যবিত্তদের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। আগে কেউ রোগী দেখতে কিংবা বেড়াতে গেলে স্বজনের জন্য ফল নিয়ে যেতেন। এখন দাম বেশি হওয়ায় ফল নেওয়ার পরিমাণ কমে গেছে। বর্তমানে খুচরায় প্রতি কেজি আঙুর ৫০০, আপেল ৩২০-৩৫০,কমলা ৩৫০, মাল্টা ৩০০  খেজুর ৫০০-১১০০ এবং আনার বিক্রি হচ্ছে ৬৫০ টাকায়। এই দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে।

বেনাপোল ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো: পিংকি খান বলেন, ‘দাম বৃদ্ধির কারণে বিদেশি ফল এখন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। যে কারণে বিক্রিও অনেক কমেছে। 

বেনাপোল ফল পট্টি ঘুরে দেখা হয় ক্রেতা জাহানারা বেগমের সাথে। তিনি জানান, আমার আব্বা খুবই  অসুস্থ, চিকিৎসকরা  বলছে ফল খাওয়াইতে ফলে অনেক পুষ্টি আছে। কিন্তু যে দাম কিনার মত সামর্থ্য আমার নাই। তাই অল্প অল্প করে কিনে নিয়ে যাচ্ছি। 

উপজেলা  কৃষিবিদরা বলছেন, দেশে এখন ফলের উৎপাদন বাড়ছে। বিদেশি অনেক ফলেরও আবাদ হচ্ছে এদেশে ।  অনেকে বিদেশি বাদ দিয়ে দেশি ফল দিয়ে চাহিদা মেটাচ্ছ।

বেনাপোল উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে বিদেশি ফল আমদানি হয়েছে ৫ লাখ ৬ হাজার মেট্রিক টন এবং ২০২২-২৩ অর্থবছরে আমদানি হয়েছে ৩ লাখ ৭৮ হাজার মেট্রিক টন। চীন, থাইল্যান্ড, ভুটান, মিসর, ব্রাজিল, তিউনিসিয়া, পর্তুগাল, নিউজিল্যান্ড, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ফ্রান্স থেকে বাংলাদেশে ফল আমদানি করা হয়।

এনাম হক / ডেইলি বগুড়া টাইমস

আরো খবর
dbt
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews