1. dailybogratimes@gmail.com : dailybogratimes. :
বৈশাখের আগে কমেনি মুরগির দাম, বেড়েছে সবজির » Daily Bogra Times
Logo মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০১:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
স্কুল-কলেজে টিউশন ফি ছাড়াও ২৩ ধরনের নতুন ফি নির্ধারণ খোলা হয়েছে খাগড়াছড়ি ও সাজেকের পর্যটন কেন্দ্রগুলো মার্কিন নির্বাচনে আজ ভোট, পরবর্তী রাষ্ট্রপ্রধান কে? বিএনপির ৪ মহানগর ও ৬ জেলা কমিটি ঘোষণা সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামি মহাসম্মেলন, লাখো আলেম-ওলামা যোগ বগুড়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযান হাজার কেজি পলিথিন জব্দ এক সপ্তাহের মধ্যে বাতিল হচ্ছে সাইবার নিরাপত্তা আইন : নাহিদ ইসলাম জাতীয় গ্রিডে যুক্ত হলো ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস রয়েল এনফিল্ড ২৫০ সিসির বাইক মিলবে ১ লাখ টাকায় সাবেক প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের ভাগনে গণপিটুনিতে নিহত পাবনায় পেয়ারা গাছের সাথে শক্রতা, ১০ লাখ টাকা ক্ষতি  মহাদেবপুরে বাড়ী ঘরে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ দিনাজপুরের বিরামপুরে ট্রাকের ধাক্কায় নিহত-২ সলঙ্গায় ভ্রাম্যমান আদালতে জরিমানা সাঁথিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩টি দোকানে জরিমানা

বৈশাখের আগে কমেনি মুরগির দাম, বেড়েছে সবজির

নিউজ ডেস্কঃ-
  • শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
বৈশাখের আগে কমেনি মুরগির দাম, বেড়েছে সবজির
print news

ঢাকা: বৈশাখের আগে হঠাৎ রাজধানীর বাজারগুলোতে বেড়ে গিয়েছিল মুরগির দাম, যা ঈদের পরও কমেনি। বরং সবজির দাম ঈদের আগের তুলনায় বেড়েছে।

শুক্রবার (১২ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারে গিয়ে দেখা যায়, ঈদের পর এখনও বিক্রেতারা আসেননি। এমনকি কারওয়ান বাজারের অন্যতম বড় মার্কেট কিচেন মার্কেট বন্ধ। তবে কিছু কিছু মুরগি ও সবজির দোকান খোলা রয়েছে। তবে ক্রেতার সংখ্যা খুবই কম থাকায় বিক্রেতারা অলস সময় পার করছেন।

সেসব মুরগির দোকান ঘুরে দেখা যায়, ঈদের আগে বেড়ে যাওয়া দামেই এখনও মুরগি বিক্রি হচ্ছে। বর্তমানে প্রতি কেজি ব্রয়লার মুরগি ২৫০ থেকে ২৬০ টাকা, সোনালি ৩৮০ টাকা, লাল লেয়ার ৩৪০ টাকা ও সাদা লেয়ার ২৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। ঈদের আগেও এ একই দামে মুরগি বিক্রি হয়েছিল।

বিক্রেতারা জানান, মুরগির দাম এখন আর কমার সম্ভাবনা নেই। বরং বাড়তে পারে।

কারণ হিসেবে আমিরুর ইসলাম নামে এক বিক্রেতা বলেন, বাজারে মুরগির সংকট রয়েছে। খাদ্য ও মুরগির বাচ্চার দাম বেশি। তারপরও মুরগি পাওয়া যাচ্ছে না। এক মাস আগে দুই হাজার মুরগি অর্ডার করে দুই ধাপে মাত্র এক হাজার ৩০০ মুরগি পেয়েছি। খামারিদের কাছে মুরগি নেই। ঈদে সব বন্ধ তাই এমন বাড়তি দাম। সব যখন খুলবে তখন আরও দাম বাড়বে।

এদিকে ঈদের আগের তুলনায় কিছুটা দাম বেড়েছে সবজির। বিক্রেতারা জানান, কিছু কিছু সবজিতে ৫-১০ টাকা ও কিছৃ কিছু সবজিতে ১৫-২০ টাকা দাম বেড়েছে। কিছু সবজির দাম অপরিবর্তিত আছে।

বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে প্রতি কেজি মিষ্টি কুমড়া ২৫-৩০ টাকা, লম্বা বেগুন ৭০-৮০ টাকা, গোল বেগুন ৫০-৬০ টাকা, টমেটো ৫০-৬০ টাকা, পেঁপে ৬০ টাকা, সজনে ডাঁটা ১৬০ টাকা, চিচিঙ্গা ৪০-৫০ টাকা, কাকরোল ১৪০-১৫০ টাকা, ঢেড়স ৪০-৫০ টাকা, পটল ৬০-৬৫ টাকা, করলা ৪০-৫০ টাকা, শসা ৩০-৪০ টাকা, গাজর ৫৫-৬০ টাকা, বরবটি ৫০-৬০ টাকা, উস্তা ৬০-৭০ টাকা, কাঁচা আম ১৪০-১৫০ টাকা, ঝিঙ্গে ৯০ টাকা, ধুন্দল ৮০ টাকা, লতি ৬০ টাকা, ফুলকপি প্রতি পিস ৩০ টাকা, লাউ প্রতি পিস ৫০ টাকা, পালং শাক প্রতি আঁটি ১৫ টাকা ও লাল শাক প্রতি আঁটি ২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

কারওয়ান বাজারের সবজি বিক্রেতা মো. জাকির বলেন, বাজারে ব্যাপারী ও পাইকারি বিক্রেতারা নেই। সবাই ঈদে বাড়িতে গেছেন। যার কারণে সবজির সরবরাহ কম। তাই দাম একটু বেশি। তবে সব সবজির দাম বাড়েনি। কিছু কিছু সবজির দাম বেড়েছে। এটা কমে যাবে।

রঞ্জন কর্মকার নামে এক ক্রেতা বলেন, বাজারে সবজির দামটা কিছুদিন কম ছিল। এখন এর দামও বেড়েছে। বাজার করতে গিয়ে আমাদের নাভিশ্বাস উঠছে।

বিকাশ বর্মন নামে আরেক ক্রেতা বলেন, ঈদের পর সবজির দাম বেড়েছে। ১৬০ টাকা করে সজনের দাম চাচ্ছে বিক্রেতারা। এ সময় এ সবজিটির দাম ১০০ টাকার নিচে হওয়া উচিত ছিল। আমরা বাজার করতে গিয়ে দামের কারণে অনেক কিছুই কিনতে পারি না। আবার পরিমাণেও কম কিনতে হচ্ছে। আমাদের দিশেহারা অবস্থা।

এদিকে ডিম, আলু, পেঁয়াজ, রসুন আগের দামেই বিক্রি হচ্ছে। বর্তমানে প্রতি ডজন মুরগির ডিম ১২০ টাকা, ভারতীয় পেঁয়াজ কেজি ৭০ টাকা, পাবনার দেশি পেঁয়াজ ৬০ টাকা, রাজশাহীর পেঁয়াজ ৬০ টাকা, ফরিদপুরের পেঁয়াজ ৫৬ টাকা, রসুন ২০০ টাকা ও আলু ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

AH/ Daily Bogra Times

আরো খবর
dbt
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews