মোঃমোয়ান্নাফ হোসেন শিমুল জয়পুরহাট প্রতিনিধিঃ বৈষম্যহীন কর্মক্ষেত্র সময়ের দাবি’ এই স্লোগান নিয়ে জয়পুরহাটে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র গৌরবোজ্জ্বল ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্তর থেকে র্যলিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদিক্ষন শেষে জয়পুরহাট জেলা মডেল মসজিদ কনফারেন্স রুমে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট আইডিইবি’র জেলা নির্বাহী কমিটির সভাপতি প্রকৌশলী রেজাউল আলম সিদ্দীকের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ আবদুল ওয়াহাব, উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম ও জেলা জামায়াতে ইসলামীর আমির ডাঃ ফজলুর রহমান সাঈদ ও আইডিইবি’র জেলা নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃখালেদুল হক।