মোস্তাফিজুর রহমান বদরগঞ্জ রংপুর প্রতিনিধি-রংপুরের বদরগঞ্জ উপজেলার কালুপাড়া ইউনিয়নে ব্যাটারি চালিত টলি নিয়ন্ত্রণ হারিয়ে পাকা ওয়ালের সঙ্গে ধাক্কা লেগে টলি চালক মো. মোজাহিদ (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে। মৃত মোজাহিদ লোহানীপাড়া কাঁচাবাড়ি নয়াপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০ টা ৪০ মিনিটে নিজ এলাকা থেকে পুকুরের কচুরিপানা টলিতে ভর্তি করে বদরগঞ্জ আসার পথে কালুপাড়া ইউনিয়নের শংকরপুর ভাঙ্গারপাড়া নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি পাকা পিলারে ধাক্কা লাগে গুরুতর আহত হয়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যগত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বদরগঞ্জ থানা খবর দিলে পুলিশ পৌঁছায়।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু হাসান কবির জানান, সড়ক দুর্ঘটনায় মোজাহিদ নামে একজনের মৃত্যু হয়েছে। পরিবার আত্মীয়-স্বজনের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাপনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।