হারুন অর রশিদ সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: মহানবী হযরত মুহাম্মদ সা:-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনু্ষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) যোহরের নামায শেষে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামদেব বিএল উচ্চ বিদ্যালয় থেকে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি রামদেব বিএল উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে হাসানগঞ্জ রেলওয়ে স্টেশনে চত্তরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।
এসময় ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নবীর দুশমনের গালে গালে, ‘জুতা মারো তালে তালে’, ‘সাবিলুনা কাবিলুনা, আল জিহাদ, আল জিহাদ, বিশ্বনবীর অপমান, ‘সইবে না রে মুসলমানসহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা।
সমাবেশে মো: জাহাঙ্গীর আলম বলেন, আজকে বিশ্বের বিভিন্ন স্থানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কলিজার টুকরা মহানবী (সা) কে নিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে কটুক্তি করা হচ্ছে। আমরা কুরআনের আয়াত অনুযায়ী এখানে একত্রিত হয়েছি। মহানবী (সা:) কে নিয়ে কটুক্তি করা মানে মুসলমানদেরকে আঘাত করা । যারা মুসলমানদেরকে আঘাত করে তারা আসলে ভুল করে। তারা রাসুল (সা:) কে আঘাত করার মাধ্যমে মুসলিমদের ঈমানকে শানিত করে দেয়। তারা মুসলিমদেরকে আরও ঐক্যবদ্ধ করে দেয় সেটি বুঝতে পারে না।
এ সময় ডা: রেজাউল করিম রেজা বলেন, আজকে ভারতের বিভিন্ন জায়গায় মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি করা হচ্ছে। আল্লাহর এই জমিনে তাদেরকে জায়গা দেওয়া হবে না। মুসলিম জেগে উঠো, ঘুমোনোর সময় নেই। কটূক্তিকারীর ফাঁসি চাই আমরা। প্রিয় নবীকে অপমান মেনে নেবো না। অতিদ্রুত কটূক্তিকারীদের গ্রেফতার করতে হবে।
এ সময় তারা বর্তমান সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, ভারতের বিরুদ্ধে দ্রুত রাষ্ট্রীয় প্রতিবাদ জানাতে হবে।